For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বদল বৈঠকে 'একরোখা' দিলীপ! অশান্তি পার্থ, সুব্রতদের সঙ্গে

সর্বদল বৈঠকে 'একরোখা' দিলীপ! অশান্তি পার্থ, সুব্রতদের সঙ্গে

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে নবান্নের সর্বদল বৈঠকে যোগ গিয়েছিলেন দিলীপ ঘোষ। আম্ফান পরবর্তী কমিটিতে থাকতে নাা চাইলেও মুখ্যমন্ত্রীর অনুরোধেই সেখানে থাকতে রাজি হন। কিন্তু বৈঠকে নিজের অবস্থানে অনড় থেকে গিয়েছেন দিলীপ ঘোষ। সর্বদল বৈঠকে দিলীপ, সুজনদের সঙ্গে কথা কাটাকাটি হয় পার্থ, সুব্রতদের।

'একরোখা' দিলীপ

'একরোখা' দিলীপ

নবান্নের সর্বদল বৈঠকে গাজির হয়ে করোনা-সহ বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ। ত্রাণ বিলিতে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়া অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন তিনি। আর সর্বদল বৈঠক থেকে বেরিয়েই বলেন, মুখ্যমন্ত্রী তাঁদের প্রশ্নের উত্তর দেননি। পাশাপাশি তিনি আম্ফান পরবর্তী কমিটির স্বার্থকতা নিয়েও প্রশ্ন তোলেন।

বামেদের অভিযোগ

বামেদের অভিযোগ

আম্ফানের ত্রাণে স্বজনপোষণের অভিযোগ তোলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। নিয়োগ নিয়েও অভিযোগ তোলেন তিনি।

পাল্টা নিশানা পার্থ, সুব্রত-র

পাল্টা নিশানা পার্থ, সুব্রত-র

বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা নিশানা করেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়রা। তাঁরা জবাব দেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর অভিযোগেরও।

অভিযোগ শুনেছেন মুখ্যমন্ত্রী

অভিযোগ শুনেছেন মুখ্যমন্ত্রী

দলের মন্ত্রীরা বিরোধীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়লেও, মুখ্যমন্ত্রী সবারব অভাব অভিযোগ শুনেছেন বলেই জানা গিয়েছে। তিনি অভিযোগকারী নেতাদের থেকে জানতে চান নির্দিষ্ট কার বিরুদ্ধে তাঁরা অভিযোগ করছেন।

শেষে ছিল জিলিপি, পাঁপড় আর চা

শেষে ছিল জিলিপি, পাঁপড় আর চা

এবার আর ঝাল মুড়ি ছিল না। ছিল না ফিস কাটলেটও। জানা গিয়েছেন, বৈঠকের শেষে পরিবেশন করা হয় জিলিপি, পাঁপড় ভাজা আর চা।

মণিপুরে 'শাহি ঘরানা’ ধরে রাখল বিজেপি, কংগ্রেসের বাড়া ভাতে ছাই দিয়ে ফের ক্ষমতা দখল মণিপুরে 'শাহি ঘরানা’ ধরে রাখল বিজেপি, কংগ্রেসের বাড়া ভাতে ছাই দিয়ে ফের ক্ষমতা দখল

English summary
Dilip Ghosh targets TMC leaders and ministers in all party meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X