For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যাকসিনেও কাটমানি সরকারের, দেবাঞ্জন দেবকে সুদীপ্ত সেনের সঙ্গে তুলনা করে তৃণমূলকে নিশানা দিলীপের

সারদা কাণ্ডের (saradha case) সঙ্গে ভুয়ো ভ্যাকসিনেশন (fake vaccination) কাণ্ডের তুলনা করে তৃণমূলের (trinamool congress) বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির (bjp)রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তাঁর অভিযোগ সুদীপ্ত সে

  • |
Google Oneindia Bengali News

সারদা কাণ্ডের (saradha case) সঙ্গে ভুয়ো ভ্যাকসিনেশন (fake vaccination) কাণ্ডের তুলনা করে তৃণমূলের (trinamool congress) বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির (bjp)রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তাঁর অভিযোগ সুদীপ্ত সেনের মতোই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কাটমানি হিসেবে টাকা নিচ্ছে তৃণমূল।

তৃণমূলের অনেক নেতা করে খেয়েছে

তৃণমূলের অনেক নেতা করে খেয়েছে

দিলীপ ঘোষ শাসকদলকে কটাক্ষ করে বলেছেন, দেবাঞ্জন মহান ব্যক্তি। পুলিশ থেকে তৃণমূলের নেতামন্ত্রী, সবার সঙ্গেই তার ছবি পাওয়া গিয়েছে। তিনি বলেছেন, সুদীপ্ত সেনকে সামনে রেখে যেমন অনেকে করে খেয়েছে, ঠিক তেমনই দেবাঞ্জনকে সামনে রেখে তৃণমূলের অনেক নেতা করে খেয়েছে। আর এখন ধরা পড়ার ভয়ে তাকে ঝেড়ে ফেলতে চাইছে। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, দেবাঞ্জনের ছবি তৃণমূলের নেতা-মন্ত্রীদের সঙ্গে। এর পিছনে বড় কেউ না থাকলে এসব হয় কী করে, প্রশ্ন করেছেন তিনি।

দিলীপ ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্ট

দিলীপ ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্ট

সোশ্যাল মিডিয়া পোস্ট করে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন সুদীপ্ত সেনকে চাল বানিয়ে তৃণমূলের অনেক ছোট-বড় নেতা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। একইভাবে মানুষের জীবন বিপন্ন করে দেবাঞ্জন দেবকে ব্যবহার করে সম্পূর্ণ দেশের কাছে রাজ্যকে ভুয়ো ভ্যাকসিন হাব হিসেবে প্রতিষ্টিত করেছে এবং ভ্যাকসিন দেওয়ার সময় সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি হিসেবে টাকা নিচ্ছে তৃণমূল।

ভ্যাকসিন নিয়ে ব্যবসা করছে রাজ্য সরকার

ভ্যাকসিন নিয়ে ব্যবসা করছে রাজ্য সরকার

শিলিগুড়িতে দিলীপ ঘোষ রাজ্য সরকারকে নিশানা করেছেন। বলেছেন, ভ্যাকসিন নিয়ে ব্যবসা করছে রাজ্য সরকার। এব্যাপারে তিনি শিলিগুড়ির একটি ঘটনার কথা উল্লেখ করেন। পর্যটনের সঙ্গে যুক্ত মানুষজনকে টাকা দিয়ে ভ্যাকসিন নিতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শিলিগুড়ি হোক কিংবা কলকাতা কোথাও কাটমানি বন্ধ নেই বলে কটাক্ষ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেন্দ্র অনুমতি দিলে রাজ্য সরকার ভ্যাকসিন তৈরি কারখানা তৈরি করতে পারে। কিন্তু রাজ্যে কেউ আসতে চাইছে না, কেননা সরকারের ওফরে বিশ্বাস নেই।

 ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআইকে চিঠি

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআইকে চিঠি

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ইতিমধ্যেই বিজেপির তরফে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ প্রায় সবাই সিবিআই তদন্তের দাবি করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখে বিষয়টিতে হস্তক্ষেপ চেয়েছেন। অন্যদিকে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি সিবিআইকে চিঠি পাঠিয়েছেন। এব্যাপারে দিলীপ ঘোষের অভিযোগ, কাটমানির সঙ্গে মেয়রও জড়িত রয়েছেন বলে মনে করছেন তিনি।

উত্তরবঙ্গে খারাপ আবহাওয়া, কী বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশউত্তরবঙ্গে খারাপ আবহাওয়া, কী বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ

English summary
Dilip Ghosh targets TMC by comparing Debanjan Deb of fake vaccination with Sudipta Sen in Saradha case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X