For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌগত রায় ৭-এ যা ৭৭-এও তাই! তৃণমূল নয়, অধীরকে বিজেপিতে যোগ দিতে আহ্বান দিলীপের

সৌগত রায় ৭-এ যা ৭৭-এও তাই! তৃণমূল নয়, অধীরকে বিজেপিতে যোগ দিতে আহ্বান দিলীপের

  • |
Google Oneindia Bengali News

সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে রাজ্য বিজেপির (bjp) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। এদিন সকালে তিনি বহরমপুর স্টেশনে নেমে সাংবাদিক মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ একের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় প্রশ্ন তোলেন। সৌগতা রায়কে (Sougata Roy) পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে (adhir chowdhury) বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

একের পর এক বিদ্যুৎস্পষ্ট হওয়ার ঘটনায় প্রশ্ন

একের পর এক বিদ্যুৎস্পষ্ট হওয়ার ঘটনায় প্রশ্ন

রাজ্যে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হতে মৃত্যুর ঘটনা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। প্রথমে খড়দহে একই পরিবারের তিনজন, এরপর দমদমের মতিঝিলে দুই কিশোরীর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এব্যাপারে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। উল্লেখ্য যে সৌগত রায় মাঠে বাজ পড়ে মৃত্যু আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে তুলনা করেছিলেন। সঙ্গে বলেছিলেন, মেয়েগুলোর বাড়ি থেকে বের হওয়ার কথাই ছিল না। ওরা ল্যাম্পপোস্ট চেপে ধরল! মারা যে গেল, দায় কার? যা নিয়ে ইতিমধ্যেই তাঁরই নির্বাচনী ক্ষেত্রের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠেছেন।

 দিলীপ ঘোষের নিশানায় সৌগত রায়

দিলীপ ঘোষের নিশানায় সৌগত রায়

কলকাতায় জমা জল নিয়ে দিলীপ ঘোষ যেমন তৃণমূলকে আক্রমণ করেছেন, অন্য দিকে লুঙি পরে জলে নামা সৌগত রায়কেও নিশানা করেছেন। তিনি বলেছেন, সৌগত রায়ের বয়স যখন ৭ বছর ছিল, সেই সময় হাফপ্যান্ট পরে জলে ওইভাবেই হাঁটতেন। আর ৭০ বছর পরে লুঙি পরে হাঁটছেন। দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, সৌগত রায় একটা সময় কংগ্রেসে ছিলেন, এখন তৃণমূলে, কিন্তু তাঁর অবস্থার কোনও পরিবর্তন হয়নি। কলকাতাও লন্ডন হয়নি।

 তিন আসনে জোর লড়াই

তিন আসনে জোর লড়াই

এদিন বহরমপুরে দিলীপ ঘোষ বলেন, বিজেপি সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে প্রার্থী দিয়েছে। তারা লড়াই শুরু করে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর পরে তিনিও প্রচারে এসেছেন। ভবানীপুরে লড়াই প্রসঙ্গে তিনি বলেছেন, যাঁরা বলেছিলেন, বিজেপির জমানত জব্দ হবে, তাঁরা এখন ভয় পাচ্ছেন। সাধারণ কর্মী প্রিয়ঙ্কা টিবরেওয়াল সেখানে চ্যালেঞ্জ নিয়েছেন বলে উল্লেখ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। ভবানীপুরে বিজেপিকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

অধীর চৌধুরীকে কটাক্ষ, বিজেপিতে যোগ দিতে আহ্বান

অধীর চৌধুরীকে কটাক্ষ, বিজেপিতে যোগ দিতে আহ্বান

মুর্শিদাবাদের যে দুই আসনে নির্বাচন হচ্ছে, তাতে কংগ্রেসের অস্তিত্ব নেই বলে এদিন মন্তব্য করেন দিলীপ ঘোষ। পাশাপাশি ভবানীপুরে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী না দেওয়া প্রসঙ্গেও তিনি নিশানা করেন অধীর চৌধুরীকে। তিনি বলেন, অধীর চৌধুরী হয়তো চেষ্টা করছেন, কংগ্রেসের ডুবন্ত নৌকা ছেড়ে দিতে। কিন্তু কংগ্রেস যেমন ডুবে গিয়েছে, আর তিনি যে নৌকায় যেতে চাইছেন, সেই নৌকাও ফুটো হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতির উদ্দেশে তাঁর বার্তা, অধীর চৌধুরীর জন্য নিরাপদ জায়গায় হল বিজেপি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Giving offer to Adhir Chowdhury to join BJP Dilip Ghosh targets Sougata Roy for his comments and wearing lungi in water.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X