For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আয়ারাম-গয়ারাম.....এঁরা ক্লাব বদল করে থাকেন', জয়প্রকাশকে নিশানা দিলীপ ঘোষের

'আয়ারাম-গয়ারাম.....এঁরা ক্লাব বদল করে থাকেন', জয়প্রকাশকে নিশানা দিলীপ ঘোষের

Google Oneindia Bengali News

জয়প্রকাশ দলের দলবদলে অনকেটা চমকে দেওয়ার মতই ঘটেছে বিজেপির কাছে। হঠাৎ করে তিনি যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন সেটা অনেকেই আগে থেকে আঁচ করতে পারেননি। বুধবার সকালে বিমানবন্দরে দিল্লি রওনা হওয়ার আগে তাই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, কিছু পেশাদার লোক থাকেন, তাঁরা ক্লাব চেঞ্জ করেন। এতে কিছু যায় আসে না।

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জয়প্রকাশ

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জয়প্রকাশ

গতকাল সকলকে চমকে িদয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ েদন। কয়েকদিন আগে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। শুধু জয়প্রকাশ মজুদারকেই নন বিজেপি বহিষ্কার করেছিল আরও দুই বিজেপি নেতাকে। তার মধ্যে ছিলের রীতেশ তিওয়ারিও। তারপরেও দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন বিজেপি নেতা। গতকাল সকলকে চমকে দিয়েই হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি।

জয়প্রকাশকে নিশানা দিলীপের

জয়প্রকাশকে নিশানা দিলীপের

জয়প্রকাশ দাসকে প্রকাশ্যে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি জয়প্রকাশ মজুমদারের এই দল বদলকে কটাক্ষকরে বলেছেন,' কিছু পেশাদার লোক থাকেন। তারা যখন যেমন তখন তেমন। এর আগে উনি কংগ্রেস করতেন। পরের দিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন। আগে বলা হতো আযারাম গযারাম । ফুটবল ক্লাব চেঞ্জ করার মতো । কিছু লোক আসবে যাবে। এতে কিছু যায় আসে না।' বিজেপির অন্দরে এই বিক্ষোভ ঘিরে টানা পোড়েন শুরু হয়ে গিয়েছে। তিনি বলেছেন, 'দল আমরা দাঁড় করিয়েছি। পার্টি এখন গাড্ডায় পড়েছে। আমরা আবার সেটা নিয়ে বসব।'

অভিষেককে নিশানা দিলীপের

অভিষেককে নিশানা দিলীপের

তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন,
'অভিষেক এতোদিন ব্যারিকেড সরান নি কেন? হঠাত করে মনে হল মানুষের অসুবিধা হচ্ছে? একজনের জন্য রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের প্রচারের জন্য ঢুকতে দেওয়া হয়নি। নিষিদ্ধ এবং বর্জিত এলাকা করে রাখা হয়েছিল। উনি থাকেন বলে রাস্তা দিয়ে অন্য কেউ যাবে না? আমরা দিল্লি যাই। প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও এভাবে রাস্তা আটকানো থাকেনা। এভাবে নিজেকে উঁচুতে থাকব এটা হয়না। যদি ভুল হয়ে থাকে, উনি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন।' প্রসঙ্গত উল্লেখ্য গতকাল গোয়া সফরে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির সামনে থেকে পুলিশকে ব্যারিকেড সরাতে বলেছেন।

বিক্ষুব্ধরা দিশাহারা

বিক্ষুব্ধরা দিশাহারা

হঠাৎ করে জয়প্রকাশ মজুমদারের এই দলবদলে দিশেহারা বক্ষুব্ধরাও। এমনই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেেছন , 'বিক্ষুব্ধরাও জয়প্রকাশ নিয়ে ফাঁপরে । কারণ তারাও শেষ মুহুর্তে জানতেন না উনি দল বদল করছেন। বিক্ষুব্ধরাই ঠিক করুন তারা কি করবেন। মতের অমিল থাকতেই পারে। তারা সেটা কথা বলতে পারতেন।' সেই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, 'এক ব্যাক্তি এক পদ তৃণমূল কংগ্রেসে সম্ভব নয়। আমরা করি বলে ওরাও লোক দেখানো করেছিল। উনি চার পাঁচ জন লোকের বেশি কাউকে বিশ্বাস করেন না। বেশী লোক কন্ট্রোল করা মুস্কিল। কারণ পার্টিটা পারিবারিক পার্টি।'

English summary
Dilip Ghosh attack Jayprakash Majumder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X