For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলু , পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়ে 'নির্বাচনী ফান্ড' এর প্রসঙ্গ তুললেন দিলীপ!

আলু , পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়ে 'নির্বাচনী ফান্ড' এর প্রসঙ্গ তুললেন দিলীপ!

  • |
Google Oneindia Bengali News

লক্ষ্মীপুজোতে এমনিতেই বাজারে আগুন। প্রতিমার মূর্তি থেকে সবজি সবকিছুরই দাম অগ্নিমূল্য। এদিকে, কোজাগরী লক্ষ্মীপুজের সকালে প্রতিদিনের মতোই ইকো পার্কে বেড়াতে যান সদ্য করোনা থেকে সেরে ওঠা দিলীপ ঘোষ। তাঁকে দেখেই সাংবাদিকরা মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন। যার জবাবে ফের একবার তৃণমূলের দিকে তোপ দাগেন দিলীপ ঘোষ।

 সবজির দাম বৃদ্ধি ও দিলীপ ঘোষের বক্তব্য

সবজির দাম বৃদ্ধি ও দিলীপ ঘোষের বক্তব্য

এদিন সবজির দাম বৃদ্ধি নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ' এই সময় এমনিতেই শাক সবজি, ফলের দাম বাড়ে। বাজার নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব সরকারের। কিন্তু এখনও আমরা সেরকম কিছুই দেখছি না।... ' এই ভঙ্গিমাতেই তিনি এদিন সকালে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেন।

নির্বাচনি ফান্ড ও সবজির দাম বৃদ্ধি

নির্বাচনি ফান্ড ও সবজির দাম বৃদ্ধি

এদিন দিলীপ ঘোষ বলেন, 'আলু, পেঁয়াজের দাম বেড়েছে । নির্বাচনী ফান্ড তৈরির জন্য এগুলি করা হচ্ছে। সরকারের সতর্ক থাকা উচিত।.. এতে মানুষের ক্ষোভ বাড়বে।' ফের একবার মমতা সরকারকে খোঁচা দিয়ে তিনি আলু , পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য তোপ দাগেন শাসকদলের বিরুদ্ধে।

'আলু তো তারকেশ্বরের...' দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন দিলীপের

'আলু তো তারকেশ্বরের...' দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন দিলীপের

এদি বিজেপির রাজ্যসভাপতি প্রশ্ন তোলেন,রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে। তিনি বলেন, পেঁয়াজ নাসিক থেকে আসে, পেঁয়াজের দাম বাড়তে পারে, তবে 'আলু তো তারকেশ্বরের' পশ্চিমবঙ্গে আলুর চাষও হয়। বাংলায় আলুর দাম তাহলে কেন বাড়ছে? প্রশ্ন তোলেন বিজেপি নেতা।

এর আগেও দিলীপের বড় বার্তা

এর আগেও দিলীপের বড় বার্তা

এর আগে বাগনানের নেতার মৃত্যু প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, প্রশাসনের ওপরে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। তাঁর দাবি, সমাজ বিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে আর সাধারণ মানুষের ওপর হামলা করছে। শুধু বাগনানই নয়, সিতাই, মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় বিজেপি নেতা, কর্মীদের মৃত্যু হয়েছে। পুজোর মধ্যেও রাজ্যে খুন খারাপি চলেছে।

বঙ্গবিজেপিতে মুকুলের গুরুত্ব '২১ ভোটের দিকে তাকিয়ে কেন বেড়ে যেতে পারে! রাজনৈতিক মহলে কোন চর্চা শুরুবঙ্গবিজেপিতে মুকুলের গুরুত্ব '২১ ভোটের দিকে তাকিয়ে কেন বেড়ে যেতে পারে! রাজনৈতিক মহলে কোন চর্চা শুরু

English summary
Dilip Ghosh talks about vegetable price rise on Laxmipuja and targets TMC administration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X