For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ালে গোহারা হারবেন, নতুন কেন্দ্র খুঁজে নেওয়ার বার্তা দিলীপ ঘোষের

শুভেন্দুর গড় নন্দীগ্রামে ঢুকতে না পেরে ফের গর্জে উঠলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তোপ দাগেন তাঁর মন্ত্রিসভার সদস্য তথা নন্দীগ্রামের বিধায়ক শু

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে ঢুকতে না পেরে ফের গর্জে উঠলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তোপ দাগেন তাঁর মন্ত্রিসভার সদস্য তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। শুভেন্দুকে নিশানায় দিলীপ ঘোষের বার্তা, নন্দীগ্রামের বিধায়ক আগে ঠিক করুন তিনি কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন।

ঠিক করে নিন কোথায় দাঁড়াবেন

ঠিক করে নিন কোথায় দাঁড়াবেন

শনিবার সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রায় মিছিল করে নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করেন দিলীপ ঘোষ। তাঁকে নন্দীগ্রাম ঢুকতে দেয়নি পুলি্শ। এরপরই গর্জে উঠে তিনি শুভেন্দু অধিকারীকে একহাত নেন। তিনি হুঙ্কার ছাড়েন, এবার নন্দীগ্রাম থেকে দাঁড়ালে হারবেন শুভেন্দু অধিকারী। তাই এখন থেকে তিনি ঠিক করে নিন কোথায় দাঁড়াবেন।

আমি ফের নন্দীগ্রামে ঢুকব

আমি ফের নন্দীগ্রামে ঢুকব

দিলীপের কথায়, শুভেন্দু নন্দীগ্রাম থেকে এবার আর জিততে পারবেন না। তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। ভিত নড়ে গিয়েছে। তাই তিনি নন্দীগ্রামে ঢুকতে দিতে ভয় পাচ্ছেন আমাকে। তবে আজ ফিরে গেলেও আমি ফের নন্দীগ্রামে ঢুকব। দেখব তিনি কীভাবে আমাকে আটকাতে পারেন। নন্দীগ্রামে আর তৃণমূল নেই।

কেউ আর তৃণমূল করছেন না

কেউ আর তৃণমূল করছেন না

তিনি বলেন, এই নন্দীগ্রাম থেকে শুভে্ন্দু আর বিধায়ক নির্বাচিত হতে পারবেন না। কেননা কেউ আর তৃণমূল করছেন না। সবাই বিজেপির দিকে চলে এসেছেন। ভোট হলেই বুঝতে পারবেন কী হাল হয় তাঁর। আজ ফিরে যাচ্ছি, তবে আবার আসব। ঢুকব নন্দীগ্রামে।

 নন্দীগ্রামই শেষের শুরু তৃণমূলের

নন্দীগ্রামই শেষের শুরু তৃণমূলের

বিজেপি রাজ্য সভাপতির কথায়, এই নন্দীগ্রাম থেকেই বাম জমানার অবসান ঘটানোর রসদ পেয়েছিল তৃণমূল। এবার সেই জায়গা থেকেই তাদের পতনের সূত্রপাত হল। বামফ্রন্টের পুলিশ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে ছিল, তারপর মমতার হাত বধ হতে হয়েছিল বামেদের। এবার মতার পুলিশ আটকাল আমাকে, নন্দীগ্রামই শেষের শুরু করল তৃণমূলের।

English summary
Dilip Ghosh takes on Subhendu Adhikari not to enter in Nandigram. He says Subhendu will lose in Nandigram if he stands from here in 2021 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X