For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশেই শেষ তৃণমূল কংগ্রেস, বুঝে গিয়েছেন মমতা! পুরভোটের আগে দিলীপ ছাড়লেন মোক্ষম বাণ

একুশেই শেষ তৃণমূল, বুঝে গিয়েছেন মমতা! পুরভোটের আগে দিলীপ ছাড়লেন মোক্ষম বাণ

  • |
Google Oneindia Bengali News

আগেই বলেছিলেন দিলীপ ঘোষ। স্লোগান তুলেছিলেন তৃণমূল কংগ্রেস ১৯-এ হাফ, ২১-এ সাফ। সত্যিই ১৯-এ হাফ হয়ে গিয়েছে তৃণমূল। ৪২-এর টার্গেট লড়াই করে ২২টি আসনে জিতেছে তৃণমূল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতাও বুঝে গিয়েছেন ২১ সালেই শেষ তৃণমূল!

দিলীপের কারণ ব্যাখ্যা

দিলীপের কারণ ব্যাখ্যা

কেন এ কথা বললেন দিলীপ ঘোষ। দিলীপের সাফ জবাব, মানুষ কখন ছবি আঁকে! ছবি আঁকে জীবনে হতাশা এলে, মন খারাপ থাকলে। হতাশা-মন খারাপ থাকলেই মানুষ গান গান, গিটার বাজান। মুখ্যমন্ত্রীর জীবনেও হতাশা এসেছে, তাই তিনি ছবি আঁকছেন।

মমতার মন খারাপ! কেন

মমতার মন খারাপ! কেন

কেন মন খারাপ, তাও ব্যাখ্যা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, আর তিনি ফিরছেন না। হার অবধারিত ২১-এ। এখনই তাঁর প্রশাসন কথা শুনছে না। ইঙ্গিত পেয়েই তিনি হতাশায় ডুবেছেন। তাই অনেকদিন পর ফের তুলি-কলম হাতে তুলে নিয়ে ছবি আঁকছেন।

রং-তুলি হাতে ছবি এঁকে প্রতিবাদ

রং-তুলি হাতে ছবি এঁকে প্রতিবাদ

মেয়ো রোডে সিএএ-র প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় রং-তুলি হাতে ছবি আঁকলেন। ছবি এঁকেই তিনি প্রতিবাদ জানালেন। এক দুখিনী নারীর মুখাবয়বেই লুকিয়ে প্রতিবাদের ভাষা। নারীর দু-চোখ বেয়ে জল নেমে আসছে। জলে ভেসে উঠেছে ‘এন'-‘ও'। কপালে লেখা সিএএ।

দু’চোখে তাঁর জলের ধারা।

দু’চোখে তাঁর জলের ধারা।

কমলা আর সাদা রং-এর ব্যবহার করা হয়েছে ছবিতে। তার একদিকে লেখা এনআরসি, আর এক দিকে এনপিআর। দুখিনী সিএএ-এনপিআর-এনআরসি সবকিছু নিয়েই চিন্তামগ্ন। তাই কাঁদছেন। দু'চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা। এই ছবিতে প্রতিবাদের ভাষা দেখেই গর্জে ওঠেন তিনি।

নিশানায় বেফাঁস দিলীপ

নিশানায় বেফাঁস দিলীপ

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় এখানেই থেমে থাকেননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসেন। তিনি বলেন, দিল্লির ৪-৫ ডিগ্রি তাপমাত্রায় রাস্তায় বসেও কোনও বিক্ষোভকারী মারা যাচ্ছেন না!

শাহিনবাগ-পার্কসার্কাস নিয়েও

শাহিনবাগ-পার্কসার্কাস নিয়েও

দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে কত মানুষ নাকি মারা গিয়েছেন। তখন টাকা তোলার লাইনে দাঁড়িয়ে লোক মারা গেল, এখন দিল্লির ৪-৫ ডিগ্রি তাপমাত্রা রাস্তায় বসে ধরনা দিচ্ছেন সিএএ-প্রতিবাদকারীরা। কই কোনও নারী-শিশু তো মারা যাচ্ছে না!

ছুটির ফাঁদে পড়ে বিপাকে মমতার সরকার, মাস মাইনে আটকে যাওয়ায় তড়িঘড়ি বাতিল ছুটিছুটির ফাঁদে পড়ে বিপাকে মমতার সরকার, মাস মাইনে আটকে যাওয়ায় তড়িঘড়ি বাতিল ছুটি

English summary
Dilip Ghosh takes on Mamata Banerjee and messages to end of TMC in 2021. He says Mamata realizes she will lose in 2021. So she paints the picture
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X