For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের শাসনে গুণ্ডারাজ! ক্ষমতায় এলে বিকাশ দুবের মতোই জঙ্গলরাজ খতম, হুঁশিয়ারি দিলীপের

রাজ্যে পুরোপুরি গুণ্ডারাজ কায়েম! ক্ষমতায় এলে উত্তর প্রদেশের মতোই জঙ্গলরাজ খতম, হুঁশিয়ারি দিলীপের

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে বিকাশ দুবের এনকাউন্টারকে সমর্থন করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য কীভাবে জঙ্গলরাজ সাফ করতে হয় তা দেখাচ্ছে উত্তর প্রদেশ। রাজ্যের তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে ক্রিমিনালদের সরকার ও কাপুরুষদের সরকার বলে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, এদের দম নেই কিছু করে দেখানোর।

বিজেপি ক্ষমতায় এলে ব্যতিক্রম হবে না পশ্চিমবঙ্গ

বিজেপি ক্ষমতায় এলে ব্যতিক্রম হবে না পশ্চিমবঙ্গ

দিলীপ ঘোষ বলেন, বিজেপি কীভাবে দুষ্কৃতীদের দমন করে, তা উত্তর প্রদেশ ও বিহারে প্রমাণিত। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তার ব্যতিক্রম হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, বিজেপি ক্ষমতায় এলে কী করতে পারে, তা দেখিয়েছে উত্তর প্রদেশ।

 তৃণমূলকে কটাক্ষ

তৃণমূলকে কটাক্ষ

এপ্রসঙ্গে দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি বলেন, যারা এখানে এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছে, তাদের কি আদৌ গুলি চালানোর ক্ষমতা আছে। তাঁর অভিযোগ এরা শুরু বিরোধীদের ওপর গুলি চালাতে পারে।

কোমরের জোর নেই

কোমরের জোর নেই

দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যে পুরোপুরি গুণ্ডারাজ কায়েম হয়েছে। ল অ্যান্ড অর্ডার কাকে বলে সেটা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে দেখে আসুন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর আরও মন্তব্য এদের কোমরের জোর নেই, এরাই আবার নাকি গুলি চালাবে।

প্রাতর্ভ্রমণের দিলীপ ঘোষ, সঙ্গে জ্যোতির্ময়ী

প্রাতর্ভ্রমণের দিলীপ ঘোষ, সঙ্গে জ্যোতির্ময়ী

এদিন সকালে ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ছিলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার। প্রসঙ্গ গতমাসে জ্যোতির্ময়ী বিজেপিতে যোগ দিয়েছেন।

পিএম কেয়ার্স ফান্ডের অডিট নিয়ে পাল্টা চাপ কংগ্রেসের, পার্লামেন্টারি প্যানেলকে বাধা বিজেপিরপিএম কেয়ার্স ফান্ডের অডিট নিয়ে পাল্টা চাপ কংগ্রেসের, পার্লামেন্টারি প্যানেলকে বাধা বিজেপির

English summary
Dilip Ghosh supports encounter in Bikash Dubey criticising TMC Govt in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X