For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'যা বলেছি রাষ্ট্রের স্বার্থে, আগামী দিনেও বলব', নিজের মন্তব্যে অনড় থেকে পাল্টা জবাব দিলীপের

'যা বলেছি রাষ্ট্রের স্বার্থে, আগামী দিনেও বলব', নিজের মন্তব্যের সপক্ষে সমালোচদের পাল্টা জবাব দিলীপের

Google Oneindia Bengali News

নিজের বিতর্কতিক মন্তব্যের সমর্থনে পাল্টা সমালোচকেরই বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যা বলেছেন তা রাষ্ট্রের স্বার্থেই বলেছেন বলে দাবি দিলীপের। বুধবার সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ দাবি করেছেন রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করার অধিকার কারোর নেই। কাজেই রাজ্যে বিেজপি ক্ষমতায় আসলে জনগণের সম্পত্তি নষ্ট করলে গুলি করে মারবে।

দিলীপের পাল্টা হুঙ্কার

দিলীপের পাল্টা হুঙ্কার

যা বলেছি রাষ্ট্রের স্বার্থে বলেছি, আগামী দিনেও বলব। সমালোচকদের পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সিদ্ধার্থ শঙ্কর রায়েকে পাশে টেনে নিজের বক্তব্যের সমর্থনে দিলীপ বলেেছন যাঁরা একসময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের সমর্থক ছিলেন আজকে সুর নরম করেছেন। সেই আমলে নকশাল নাম দিয়ে একাধিক নিরিহ যুবককে গুলি করে খুন করা হয়েিছল। তাঁরা আগে নিজেদের দিকে তাকিয়ে দেখুন তারপর অন্যের দিকে আঙুল তুলবেন বলে আক্রমণ করেছেন দিলীপ।

সভাপতি পদ নির্বাচনে পার্টিই শেষ কথা

সভাপতি পদ নির্বাচনে পার্টিই শেষ কথা

আগামিকাল বিজেিপর রাজ্য সভাপতি পদে নির্বাচন। এই নিয়ে ভোটাভুটি হবে। দিলীপের প্রতি দলের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। মুকুল আসার পর থেকে দিলীপের উপর অদৃশ্য চাপ বেড়েেছ। দ্বিতীয়বারও দল তাঁর উপরেই আস্থা রাখবেন কিনা এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। দিলীপ অবশ্য সুকৌশলে সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছেন। পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই তিনি মাথা পেেত নেবেন। সিদ্ধান্ত যাই হোক কাজে কোনও খামতি হবে না বলে জানিয়েেছন তিনি।

একের পর এক বিতর্কিত মন্তব্য

একের পর এক বিতর্কিত মন্তব্য

গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় সিএএ-র সমর্থনে সভা করতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন দিলীপ ঘোষ। রানাঘাটে গিয়ে তিনি বলেছেন, সিএএ বিরোধী আন্দোলনে যাঁরা সরকারি সম্পত্তি ধ্বংস করেছেন তাঁদের গুলি করে মারা উচিত। আবার খড়গপুরে সভা করতে গিয়ে তিনি বাংলাকে দেশদ্রোহীদের গড় বলে আক্রমণ করেছেন।

মোদীর হাতে অর্জুনের তিরটা দিয়ে দেখুন রাজ্যপাল, কী হয়! তীব্র কটাক্ষ অধীরের মোদীর হাতে অর্জুনের তিরটা দিয়ে দেখুন রাজ্যপাল, কী হয়! তীব্র কটাক্ষ অধীরের

English summary
Dilip Ghosh stand on his remark, critisize other Party leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X