For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিঠি নিয়ে সায়ন্তন বসুর প্রতি 'নরম'! পঞ্চায়েতের আগে অনুব্রতর মুক্তি হলে ভোট রক্তাক্ত হওয়ার আশঙ্কায় দিলীপ

চিঠি নিয়ে সায়ন্তন বসুর প্রতি 'নরম'! পঞ্চায়েতের আগে অনুব্রতর মুক্তি হলে ভোট রক্তাক্ত হওয়ার আশঙ্কায় দিলীপ

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েতে মনোনয়ন দাখিল করতে পারলেও, ভোটের সময় আগাম ভয় দেখানো নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, এখন থেকেই ভয় দেখিয়ে রাখা হচ্ছে। এর মধ্যে যদি অনুব্রত মণ্ডল ছাড়া পান, তাহলে পঞ্চায়েত ভোট রক্তাক্ত হবে, আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

 পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত ছাড়া পেলে

পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত ছাড়া পেলে

এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল চেষ্টা করছেন পঞ্চায়েত ভোটের আগে ছাড়া পেতে। সত্যি যদি তিনি পঞ্চায়েত ভোটের আগে ছাড়া পেয়ে যান, তাহলে ওই ভোট রক্তাক্ত হবে। নিয়োগ দুর্নীতি ও গরু পাচার মামলায় তদন্ত সম্পর্তে তিনি বলেন, নতুন নতুন লোককে ডাকা হচ্ছে। তিনি চাকরি প্রার্থীদের অবস্থান প্রসঙ্গে বলেন, এই সরকার থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। আর যাঁরা চাকরি করছেন, তাঁদের ডিএ ও পেনশন পাওয়াও মুশকিল হবে।

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ

কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিরোধী দলনেতা বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন, এই অভিযোগে নন্দকুমার থানায় জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন এক আইনজীবী। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এরকম মামলা এর আগে অনেকবার হয়েছে। তিনি (শুভেন্দু) আইনজীবীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলে মনে করেন দিলীপ ঘোষ।

সায়ন্তন বসুর চিঠি

সায়ন্তন বসুর চিঠি

কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়া বিজেপি নেতা সায়ন্তন বসুর একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন. নেতৃত্বকে যে কেউ চিঠি লিখতে পারেন। তিনি আরও বলেন, সায়ন্তন বসু আই রাজ্যে দীর্ঘদিন বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন। সেই সায়ন্তন বসু নেতৃত্বকে তাঁর অনুভবের কথা জানিয়েছেন। দলীয় নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখবেন বলেই মনে করেন দিলীপ ঘোষ।

 সমাজবিরোধীদের নেতা বানিয়েছেন

সমাজবিরোধীদের নেতা বানিয়েছেন

দিলীপ ঘোষ এদিন অভিযোগ করেন, তৃণমূল সমাজ বিরোধীদের নেতা বানিয়েছে। তিনি বলেন, তৃণমূলের ইতিহাস দেখলেই তা বোঝা যাবে। সমাজে কোনও অবদান না থাকলেও গায়ের জোরে সব কিছু করা হয়েছে। সাধারণ মানুষ কোনও কিছুতে প্রতিবাদ করলে তাঁদের জীবনের সুরক্ষা নেই। তিনি বলেন, বিরোধীরা কিছু বলতে গেলেই জেলে যাচ্ছেন কিংবা ওপরে চলে যেতে হচ্ছে। আর তৃণমূলের নিজেদের মধ্যেই মারামারি করছে। এখানে দুর্নীতির পাশাপাশি হিংসাও অবাধ, কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। নৈহাটিতে গুলিতে তৃণমূল কর্মীর মৃত্যু প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সারা রাজ্যে একই পরিস্থিতি। অপরাধে যুক্ত থাকাতেই এই পরিণতি বলে মন্তব্য করেন তিনি। নরেন্দ্রপুরে শিশুদের দিকে বোমা ছোড়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সারা দেশের অপরাধীরা এখানে জড়ো হচ্ছে। তৃণমূলের পতাকা ধরলে সেখানে পুলবিশের কিছুই করা নেই।

সারদায় সমস্ত স্থাবর সম্পত্তি নিলামে তুলতে চলেছে সেবি! অংশ নিতে পারেন আপনিও সারদায় সমস্ত স্থাবর সম্পত্তি নিলামে তুলতে চলেছে সেবি! অংশ নিতে পারেন আপনিও

English summary
Dilip Ghosh speaks on Anubrata Mondal, Panchayat election, Suvendu Adhikari, Sayantan Basu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X