জ্যোতিপ্রিয়কে মানহানির নোটিশ ধরালেন দিলীপ ঘোষ
মানহানির অভিযোগে তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আইনি নোটিশ দিলেন রাজ্যের বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের আইনজীবী পার্থ ঘোষ জানান, তাঁর মক্কেল দিলীপবাবুর পাঠানো আইনি নোটিশে আগামী তিন দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি, সংবাদমাধ্যমে প্রকাশিত এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার কথা জানানো হয়েছে। যদি তিনি ক্ষমা চান এবং প্রত্যাহার না করে নেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দিলীপ ঘোষের আইনজীবী পার্থ ঘোষ।

দিলীপবাবুর আইনজীবী পার্থ ঘোষ আরও জানান, 'উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাতের মতো একটি জায়গায় গত ১৬ নভেম্বর প্রকাশ্য জনসভায় জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'দিলীপের কথা একদম ধরবেন না। দিলীপের শিক্ষাগত যোগ্যতা ক্লাস -টু পাস। দিলীপ ঘোষ ভালো করে কিছুই জানেন না। মাঝে মাঝে এই অমিত শাহ আসছেন, নাড্ডা আসছেন, আর তাঁদের একটা করে ম্যাপ দেখাচ্ছে।'
এছাড়াও, '২০২১-এর মে মাসের পর, যতগুলো বিজেপি নেতা আছেন, সব জেলে ঢুকবেন। এদের সব কেচ্ছা-কেলেঙ্কারিতে ভর্তি। মুখে আনতেও লজ্জা লাগছে। মহিলা ঘটিত মামলা থেকে টাকা চুরি সবই আছে। ওদের দলের প্রতিটি লোকই নোংরা। চিটিংবাজ টাইপের মানসিকতা।'
এর পাশাপাশি, বাংলাদেশ থেকে অস্ত্র আমদানি করছে বিজেপি। বিএসএফ আর কাস্টমের মাধ্যমে নির্বাচনে ব্যবহারের জন্য বাংলাদেশ থেকে অস্ত্র আনছে। দিল্লিতে সব ব্যবসায়ীদের ধরে নিয়ে গিয়ে তাঁদের দিয়ে কুকর্ম করাচ্ছেন। তাঁদের কাছ থেকে টাকা নিচ্ছেন। বিনিময়ে তাঁদের কাজ করিয়ে দিচ্ছেন এই হল দিলীপের ব্যবসা।'
দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এই রকম মিথ্যে, অপমানজনক ও মানহানিকর বক্তব্য বেসরকারী সংবাদ মাধ্যমেও তা প্রকাশিত হয়। তাই এই বক্তব্যের প্রেক্ষিতে তার মক্কেলের যে ক্ষতি এবং রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে আইনি নোটিশ দিলেন দিলীপ ঘোষ।
নেতাজির সঙ্গে তুলনা মমতাকে! স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিজেপিকে কড়া বার্তা মন্ত্রীর