For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওষুধে কাজ হচ্ছে না, বাইরে থেকে এসেছে মাসতুতো ভাই! বঙ্গ পরিবর্তনে বিজেপির শাসন কত বছরের, বললেন দিলীপ

ওষুধে কাজ হচ্ছে না, বাইরে থেকে এসেছে মাসতুতো ভাই! বঙ্গ পরিবর্তনে বিজেপির শাসন কত বছরের, বললেন দিলীপ

  • |
Google Oneindia Bengali News

বাংলায় পরিবর্তনের জন্য সাধারণ মানুষের সহযোগিতা দরকার। তাঁরা সবাইকেই সুযোগ দিয়েছেন। এবার সুযোগ পাক বিজেপি (bjp)। এদিন বরাহনগরে চ চক্রে হাজির হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি বলেন, শুধরে গিয়েছে ত্রিপুরা।

 ২০২১-এর মে মাসের পর স্থায়ীভাবে সব কিছু

২০২১-এর মে মাসের পর স্থায়ীভাবে সব কিছু

দিলীপ ঘোষ এদিন বলেন, অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। সেখানে সাবধানতাই একমাত্র রাস্তা। দিলীপ ঘোষ বলেন, মনোরম পরিবেশে তিনি চা খেতে গিয়েছেন। তবে প্রতিদিন এক জায়গায় চা খেতে ভাল লাগে না। তবে এ বিষয়টি দেখে অনেকে কষ্ট পান। সবতেই তারা কষ্ট পান। দিলীপ ঘোষ সোমবারের চা চক্রের স্থানও জানিয়ে দেন। বলেন, কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডে যাবেন তিনি। সেখানে মঞ্চ তৈরির সময় সেখানকার কাউন্সিলর এসে তা ভেঙে দেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। দিলীপ ঘোষের কটাক্ষ ২০২১-এর মে মাস পর্যন্ত এসব চলবে। তারপর স্থায়ীভাবে সবকিছু হয়ে যাবে।

 আপনাদের কষ্ট কেন

আপনাদের কষ্ট কেন

দিলীপ ঘোষ বলেন, চা খেলে তাঁদের যদি আনন্দ হয়, অন্যদের কষ্ট করেন হবে। তাঁরাও চা খান, তাঁদেরও আনন্দ হবে। না হলে তাঁদের (দিলীপ ঘোষ) কাছে চলে আসুন, একসঙ্গে চা খান। দিলীপ ঘোষ কটাক্ষ করেন বলে, একাও চা খেতে পারবেন না, তাঁদের (বিজেপি) সঙ্গে খেতে পারবেন না, কিসের এত কষ্ট। তিনি বলেন, বাড়িতে প্রতিদিন ঝগড়া হচ্ছে। কেউ বলছে সে থাকবে না, অন্যদিন অপর একজন বলছেন থাকবেন না।

 পার্টির নেতাদের ওপরে বিশ্বাস নেই, এবার বাড়িটা ভেঙে পড়বে

পার্টির নেতাদের ওপরে বিশ্বাস নেই, এবার বাড়িটা ভেঙে পড়বে

তৃণমূলের নাম না করে দিলীপ ঘোষ বলেন, পার্টির নেতাদের ওপরে বিশ্বাস নেই। মন্ত্রী, এমএলএ এমপি ক্ষেপে গিয়েছেন। তিনি বলেছেন, দীর্ঘদিন ভালই ছিল, কিন্তু বিজেপির ধাক্কা লাগার পর পরিস্থিতির বদল হয়েছে। এবার বাড়িটা ভেঙে পড়বে। বাড়ির মালিক খুব টেনশনে আছেন।

বাইরে থেকে মাসতুতো ভাইকে ডেকেছেন

বাইরে থেকে মাসতুতো ভাইকে ডেকেছেন

দিলীপ ঘোষ প্রশান্ত কিশোরের নাম না করে কটাক্ষ করে বলেন, বাইরে থেকে, বিহার থেকে মাসতুতো ভাইকে ডেকেছেন। তিনি এবার বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন। কোনও ওষুধেই কাজ হচ্ছে না। তিনি বলেন, পশ্চিমবঙ্গকে যাঁরা জর্জর করেছেন, তারা দু-চারবছর বিশ্রাম নিন। তাঁরা (বিজেপি) হাত লাগিয়ে দেখুক, তারা কী করতে পারে। বিজেপির রাজ্য সভাপতি বলেন, সারা ভারতেই তারা আছেন। ট্র্যাক রেকর্ড খুব ভাল। পশ্চিমবঙ্গের দায়িত্ব দিন, বিজেপি করে দেখাক।

শুধরে গিয়েছে ত্রিপুরা, অসম

শুধরে গিয়েছে ত্রিপুরা, অসম

দিলীপ ঘোষ বলেন, বিজেপি যেখানেই হাত লাগিয়েছে, সেখানেই শুধরে গিয়েছে। এব্যাপারে তিনি ত্রিপুরা, অসমের কথা উল্লেখ করেন। এরপর তিনি বলেন, বিহার থেকে গুজরাত পর্যন্তও হয়েছে।

 শুভেন্দু কি মন্ত্রিত্ব ছেড়ে দিতে পারেন! মেগা শো-এর আগে জল্পনা বেড়েই চলেছে</a><a href=" title=" শুভেন্দু কি মন্ত্রিত্ব ছেড়ে দিতে পারেন! মেগা শো-এর আগে জল্পনা বেড়েই চলেছে" /> শুভেন্দু কি মন্ত্রিত্ব ছেড়ে দিতে পারেন! মেগা শো-এর আগে জল্পনা বেড়েই চলেছে

English summary
Dilip Ghosh says they need two to four years to change Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X