For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার তাস বিনয় হলে বিজেপির ঘোড়া গুরুংই, বুঝিয়ে দিলেন দিলীপ

হাত থেকে প্রায় বেরিয়ে যাওয়া ক্ষমতার ব্যাটন ধরে রাখতেই দিলীপ ঘোষ তড়িঘড়ি ছুটলেন পাহাড়ে। সওয়াল করলেন গুরুংয়ের হয়ে। কিন্তু তাতে শেষ রক্ষা হবে কি?

  • |
Google Oneindia Bengali News

পাহাড়ে পা দিয়েই বিজেপি রাজ্য সভাপতি বলেছিলেন পাহাড়ের নেতা বিমল গুরুংই। আর পাহাড়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ে তিনি রাজ্য সরকারকে বিঁধে জানালেন, 'বিমল গুরুংয়ের বিকল্প নেই পাহাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বিনয় তামাংকে 'প্রোমোট' করার চেষ্টা করুন, তিনি কখনই বিমল গুরুংয়ের বিকল্প নন।'

মমতার তাস বিনয় হলে বিজেপির ঘোড়া গুরুংই, বুঝিয়ে দিলেন দিলীপ

পাহাড়ে বনধ উঠে যাওয়ার পর দার্জিলিং সফরে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই পাহাড় সফর ঘিরে পর্যটনমন্ত্রী গৌতম দেব থেকে শুরু করে মোর্চার বিদ্রোহী নেতা তথা পাহাড় বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং, ভাইস চেয়ারম্যান অনীত থাপারা সরব হয়েছেন। গো ব্যাক ধ্বনি তুলেছেন হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টির কর্মীরা।

তারই পরিপ্রেক্ষিতে দিলীপবাবু বলেন, যাঁরা রাজ্য সরকারের সঙ্গে সেটিং করেছেন, তাঁরাই বিক্ষোভে সামিল হয়েছেন। অন্যরা কেউ বিক্ষোভ সামিল হননি। আসলে এই বিক্ষোভের পিছনে রয়েছে শাসকদলের ইন্ধন। এ ব্যাপারে রাজ্য সরকারকেই নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্য সরকারের সেটিং করে নিজেরা আখের গুছিয়েছেন। পাহাড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাঁরা।

তাঁর মতে, 'পাহাড়ে নেতা একজনই। তিনি বিমল গুরুং। তাঁর মতো যোগ্য নেতা এখন পাহাড়ে নেই। বিমল গুরুংয়ের বিকল্প হতে পারেন না বিনয় তামাং।' তিনি তাঁর কথার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন, বিমল গুরুংই তাঁদের ঘোড়া। পাহাড়ে বিমল গুরুং না ফিরলে বিজেপির কর্তৃত্ব শেষ।

পাহাড়ে তৃণমূলের তাস বিনয় তামাং। তিনিই এখন পাহাড়ের মাথায়। ফলে পাহাড়ে আর বিজেপি ছড়ি ঘোরাতে পারবে না। যা কিছু করবেন মমতাই। ফলে হাত থেকে প্রায় বেরিয়ে যাওয়া ক্ষমতার ব্যাটন ধরে রাখতেই দিলীপ ঘোষ তড়িঘড়ি ছুটলেন পাহাড়ে। সওয়াল করলেন গুরুংয়ের হয়ে। কিন্তু তাতে শেষ রক্ষা হবে কি? প্রশ্ন রয়েই গেল পাহাড়ে।

English summary
Dilip Ghosh says that Bimal Gurung is only leader of Hill, not Binay Tamang.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X