For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ভাগ্য পরিবর্তন ২০১৯ ও ২০২১-এ! 'আর একবার মোদী সরকার' স্লোগান দিলীপের

২০১৯ ও ২০২১ সালকে ভাগ্য পরিবর্তনের সাল বলে ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার আসানসোলে বিজেপির বিশেষ বৈঠকে তিনি বলেন, ২০১৯-এ আমরা ২২টি আসন টার্গেট করেছি।

Google Oneindia Bengali News

২০১৯ ও ২০২১-কে বাংলার ভাগ্য পরিবর্তনের সাল বলে ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আসানসোলে বিজেপির বিশেষ বৈঠকে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রাজ্যে পরিবর্তনের শপথ নিতে আর্জি জানালেন। তিনি বলেন, ২০১৯-এ আমরা ২২টি আসন টার্গেট করেছি। মোদীর সভার আগে যে রথযাত্রার আয়োজন করা হয়েছে, সেখানে স্লোগান হবে আর একবার মোদী সরকার।

বাংলার ভাগ্য পরিবর্তন ২০১৯ ও ২০২১-এ! আর একবার মোদী সরকার স্লোগান দিলীপের

দিলীপ ঘোষ বলেন, আমরা শুধু ২০১৯-এই নয় ২০২১-এর দিকেও সমান নজর দিয়েছি। ২০২১-এর টার্গেট বাংলায় পরিবর্তন আনা। এই দুই সালকে আমরা বাংলার ভাগ্য পরিবর্তনের বছর হিসেবে দেখছি। বিজেপির এই উদ্দেশ্যকে সফল করার দায়িত্ব নিয়েছি আমরা। নরেন্দ্র মোদী-অমিত শাহদের স্বপ্ন সফল করব আমরা কর্মীরাই।

একুশের মঞ্চে তৃণমূলের ব্রিগেড ঘোষণার অদ্যাবধি পরেই বিজেপি পাল্টা ব্রিগেডের ডাক দিয়েছিল। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রাক্কালে মোট চারটি রথ বের হবে রাজ্যে। সারা রাজ্য পরিভ্রমণ করবে এই চার রথ। বাংলায় তৃণমূলের অপশাসনের মুক্তি দিতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার বার্তা বহন করবে এই রথ। তারপর নরেন্দ্র মোদীর সভায় এই চার রথ মিলিত হবে।

[আরও পড়ুন: 'অশ্বমেধে'র চার রথ মিশবে মোদীর সভায়, ঐতিহাসিক ব্রিগেডের পরিকল্পনা বিজেপির][আরও পড়ুন: 'অশ্বমেধে'র চার রথ মিশবে মোদীর সভায়, ঐতিহাসিক ব্রিগেডের পরিকল্পনা বিজেপির]

দিলীপ ঘোষ বলেন, এই মুহূর্তে বিজেপিকে ঘিরে বাংলার রাজনীতি আবর্তিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বিজেপি উত্থানে। বর্তমান গতিপ্রকৃতি যা তাতে ২২ নয় আমরা ৪২টি আসনেই লড়াইয়ের জায়গায় চলে এসেছি। পঞ্চায়েতে আমরা কিঞ্চিৎ নমুনা রেখেছি। জঙ্গলমহল থেকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছি তৃণমূলকে। এবার টার্গেট লোকসভা। আর একবার মোদী সরকার আনার জন্য শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পুজোর পরই অন্য চিত্র দেখতে পাবেন বাংলার রাজনীতির। আমার বিশ্বাস তৃণমূলের এমপিরা এবার হাওয়া খাবেন, আর মোদীজির হাত শক্ত করতে বাংলা থেকে বিজেপির নির্বাচিত সদস্যরাই যাবেন দিল্লিতে।

[আরও পড়ুন: মোদীর সভায় কোন জেলা থেকে কত সমর্থক, তথ্য দিতে না পেরে তোপের মুখে দিলীপরা][আরও পড়ুন: মোদীর সভায় কোন জেলা থেকে কত সমর্থক, তথ্য দিতে না পেরে তোপের মুখে দিলীপরা]

[আরও পড়ুন: 'একুশে' হারিয়েছেন বাবা-মাকে, অসহায় ছেলেকে আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস অনুব্রতর][আরও পড়ুন: 'একুশে' হারিয়েছেন বাবা-মাকে, অসহায় ছেলেকে আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস অনুব্রতর]

English summary
BJP state president Dilip Ghosh says that 2019 and 2021 are year of changing of Bengal’ fate. He requests to all leaders and workers to win now in Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X