For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুব্রতর 'মমতাকে খুনও করতে পারে বিজেপি' মন্তব্যের প্রেক্ষিতে দিলীপের পাল্টা তোপ! চড়ছে পারদ

  • |
Google Oneindia Bengali News

হালিশহর কান্ড নিয়ে যখন গোটা বাংলার তোলপাড়, তখন সুব্রত মুখোপাধ্যায়ের মন্তব্য, ' মমতাকে খুনও কতে পারে বিজেপি' নিয়ে তুঙ্গে উত্তাপ। তৃণমূলের তরফে এই মন্তব্য নিয়ে পাল্টা এবার তোপ এল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষে তরফে।

২০২০ সালের চেয়েও ভয়ঙ্কর ২০২১! নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে কোন অশনি সংকেত২০২০ সালের চেয়েও ভয়ঙ্কর ২০২১! নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে কোন অশনি সংকেত

সুব্রত কী বলেছিলেন?

সুব্রত কী বলেছিলেন?

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে সুব্রত মুখপাধ্যায় বলেছিলেন, মমতা যদি আমেরিকাতেও যান তাহলে সেখানেও পরনে তাঁতের শাড়ি আর পায়ে হাওয়াই চপ্পন পরেন। তিনি সংসার করেননি। মানুষের জন্যই শুধু নিজেকে সমর্পণ করেছেন। তারপরও তাঁকে 'দিল্লির সরকার ' ও 'বিজেপি' ব্যতিব্যস্ত করছেন বলে দাবি করেন সুব্রত। এরপরই সুব্রতবাবু বলেন, আমি অবাক হব না যদি কোনওদিনও শুনি যে ওরা গণতান্ত্রিকভাবে না পেরে, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করবে'।

 'সিম্প্যাথি' আদায়ের চেষ্টা বলে খোঁচা দিলীপের

'সিম্প্যাথি' আদায়ের চেষ্টা বলে খোঁচা দিলীপের

এদিকে, এই মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেছেন, যে মানুষটি বাংলার বুকে সমস্ত মানুষের সমর্থন হারিয়ে ফেলেছেন,এখন তিনি 'সিম্প্যাথি' আদায়ের চেষ্টা করছেন ভোটের জন্য। এরপরই দিলীপ ঘোষের প্রশ্ন ,' কেন মমতা বন্দ্যোপাধ্যায়য় হঠাৎ জেলযত্রার কথা বলছেন?যদিও তিনি ভালোই জানেন ভোটের পর সেখানেই তাঁকে যেতে হবে। '

'তাঁর পার্টির লোকেরা খুন করছে'

'তাঁর পার্টির লোকেরা খুন করছে'

দিলীপ ঘোষ বলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যয়ের নিজের পার্টির লোকেরাই খুন করছে, তখন তিনি বলছেন, যে কেউ তাঁকে খুনের ষড়যন্ত্র করছেন! দিলীপ ঘোষের দাবি , তৃণমূলের তরফের মন্তব্য কেবলই আবেগ আর সহমর্মীতা আদায়ের প্রচেষ্টা।

'সুদে আসলে জবাব'

'সুদে আসলে জবাব'

এদিকে নাড্ডার কনভয়ে হামলা নিয়ে দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় একাধিক বার্তা দেন। তারমধ্যে একটি পোস্টে তিনি বার্তা দেন , 'সমস্ত কিছু সুদে আসলে জবাব দেওয়া হবে।' এর আগেও তিনি 'বদলা হবে, বদল হবে'র বার্তা দিয়েছেন।

English summary
Dilip Ghosh says, Mamata Banerjee trying to gain sympathy for votes after Subrata Mukherjee's statement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X