For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষের পাখির চোখ কি মুখ্যমন্ত্রীর কুর্সি! দ্বিতীয়বার সভাপতির পদে বসে জানালেন ইচ্ছার কথা

দিলীপের পাখির চোখ কি মুখ্যমন্ত্রীর কুর্সি! দ্বিতীয়বার সভাপতির পদে বসে জানালেন ইচ্ছা

  • |
Google Oneindia Bengali News

টানা দ্বিতীয়বার রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। সামনেই ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই তাঁর কাছে প্রশ্নটা উঠে পড়ল। আপনিও কি পাখির চোখ করছেন মুখ্যমন্ত্রীর কুর্সি। তাৎপর্যপূর্ণ উত্তর দিলেন তিনি। তিনি কী পছন্দ করেন, কী করতে চান তাও জানিয়ে দিলেন।

কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে

কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে

তিনি বলেন, বিজেপি আজ জেতার মতো জায়গায় এসেছে বলেই কথা উঠছে কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। আর আমি বলছি, বিজেপি যদি জেতে, তা ঠিক করবে দলই। আমি দলের সভাপতি আমার কাজ দলের সংগঠনটা ভালো করে করা। তা-ই করব, সেটাই করতে চাই।

আমরা এখন বাংলায় ৪১ শতাংশ

আমরা এখন বাংলায় ৪১ শতাংশ

দিলীপ ঘোষ বলেন, আমরা লড়াইয়ে আছি। তাই আমরা এখন বাংলায় ৪১ শতাংশে পৌঁছেছি। আর তৃণমূল মাত্র দুই শতাংশ দূরে। তাই আমরা জয়ের কথা ভাবতেই পারি। আসন্ন লড়াইয়ে দলকে সেই জায়গায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের হারাবার কিছু নেই। বরং এই লড়াইয়ে চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ই।

মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে লড়াই শুরু

মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে লড়াই শুরু

বিজেপিতে এখন থেকেই লড়াই শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী কুর্সি নিয়ে লড়াই। অনেকে দরবার শুরু করে দিয়েচে কেন্দ্রের কাছে। সে প্রসঙ্গে দিলীপ ঘোষের সাফ জাবাব, এটাই তো স্বাভাবিক। বিজেপি আজ জেতায় জায়গায় এসেছে, তাই এই লড়াই এসেছে দলের অন্দরে। সবে সবাই এককাট্টা তৃণমূলকে হারানোর জন্য।

ঠান্ডা ঘরে বসে থাকার লোক নই!

ঠান্ডা ঘরে বসে থাকার লোক নই!

তবে তিনি এই লড়াইয়ে নেই। দিলীপ বলেন, আমি ঠান্ডা ঘরে বসে থাকার লোক নই। আমি জন্মানি মুখ্যমন্ত্রী হতে, জন্মাইনি, বিধায়ক ও সাংসদ হতেও, আমার সেই অভীপ্সাও নেই। আমারপ নেশা হল সংগঠন। সেই সংগঠনের কাজটাই করে যেতে চাই। সংগঠনটা করতে চাই সাধারণ মানুষের সঙ্গে মিশেই।

English summary
Dilip Ghosh says his opinion about CM post after elected 2nd tern president. He prefers always to stay in organization,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X