For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন পুরভোটে ব্যক্তি মুখে ভরসা নেই বিজেপির! পার্টির ভাবমূর্তিই মুখ

পুরভোটে ব্যক্তি মুখ ভরসা নেই বিজেপির! পার্টির ভাবমূর্তিই মুখ

  • |
Google Oneindia Bengali News

বিজেপির পার্টি মুখই সব, ব্যক্তি মুখ নেই। এদিন হাওড়ায় এমনটাই মন্তব্যে করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সামনেই রাজ্য জুড়ে পুরভোট। এপ্রিলের মাঝামাঝি পুরভোট করাতে চায় রাজ্য সরকার। কিন্তু তার আগে পরীক্ষা থাকায় আপত্তি তুলেছে বিজেপি। যা নিয়ে তৃণমূলের কটাক্ষ তৈরিই নয় বিজেপি।

 শহরের দুই প্রান্তে প্রাক্তন ও বর্তমান মেয়রকে নিয়ে পোস্টার

শহরের দুই প্রান্তে প্রাক্তন ও বর্তমান মেয়রকে নিয়ে পোস্টার

দক্ষিণ কলকাতায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় আর উত্তর কলকাতায় বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে পোস্টার পড়েছে। যদিও বিজেপি কিংবা তৃণমূল এই পোস্টারের সঙ্গে তাদের যোগসূত্রের কথা অস্বীকার করেছে।

কলকাতার পুরনির্বাচনে তৃণমূলের মুখ ফিরহাদ

কলকাতার পুরনির্বাচনে তৃণমূলের মুখ ফিরহাদ

কলকাতার আসন্ন পুরনির্বাচনে তৃণমূলের মুখ ফিরহাদ হাকিম। সরাসরি কিছু না জানানো হলেও, হাবেভাবে তা বুধিয়ে দেওয়া হয়েছে। যদিও বিজেপির অভিযোগ ফিরহাদ হাকিমের সময়ে কলকাতা পুরসভা এলাকায় কাজে বেশি দলবাজি হয়েছে।

দিলীপের জবাব

দিলীপের জবাব

কলকাতায় তৃণমূলের মুখ ফিরহাদ হাকিম হলেও, সেই অর্থে বিজেপি এখনও কাউকে তাদের মুখ হিসেবে তুলে ধরেনি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি কারও একার দল নয়। কোনও ব্যক্তিকে সামনে রেখে বিজেপি নির্বাচনে লড়াই করে না। তাই দলকে সামনে রেখেই পুরনির্বাচনে লড়াই হবে বলে জানিয়েছেন তিনি।

 টাকা খরচ করতে পারে না রাজ্য, বললেন দিলীপ

টাকা খরচ করতে পারে না রাজ্য, বললেন দিলীপ

দিলীর ঘোষের অভিযোগ কেন্দ্রের পাঠানো টাকা খরচ করতে পারে না রাজ্য। সেফটি সিকিউরিটি ফান্ডের ক্ষেত্রে একথা প্রযোজ্য। আবার করচ করতেও হিসেব দিতে পারে না। কেন্দ্র সরকার প্রাপ্য অধিকার থেকে কাউকেই বঞ্চিত করে না বলেও মন্তব্য করেছেন তিনি।

English summary
Dilip Ghosh says BJP will counter TMC in municipal election on the basis of their party. They are not stress on face.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X