For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরভোটের জন্য তৈরি বিজেপি! কীভাবে তৃণমূলের মোকাবিলা, জানালেন দিলীপ

পুরভোটের জন্য তৈরি বিজেপিঔ!কীভাবে মোকাবিলা, জানালেন দিলীপ

  • |
Google Oneindia Bengali News

পুরসভা নির্বাচনের জন্য তৈরি বিজেপি। শুরু হয় গিয়েছে প্রচার। দিন ঘোষণা হলেই পুরোপুরি ঝাঁপিয়ে পড়বেন তারা। এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলের কর্মীরা তাঁর ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করে হয়েছে বলে তিনি শুনেছেন, জানিয়েছেন দিলীপ ঘোষ।

কোনও মুখ নেই বিজেপির

কোনও মুখ নেই বিজেপির

দিলীপ ঘোষ জানিয়েছেন, কোনও মুখকে সামনে রেখে নির্বাচনে লড়াইয়ের পদ্ধতি নেই তাদের কাছে। তাই পুরসভা নির্বাচনে কাউকেই মেয়র কিংবা চেয়ারম্যান হিসেবে সামনে রেখে লড়াই করবে মনা বিজেপি, জানিয়েছেন তিনি।

বিজেপির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের হাতে তাদের কর্মী খুনের ঘটনায় ১০০ পেরিয়ে গিয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হচ্ছে কিংবা কর্মীদের মারধর করা হচ্ছে। দিলীপ ঘোষের আরও অভিযোগ পুলিশের সামনেই এইসব ঘটনা ঘটছে। পুলিশ দুষ্কৃতীদের বাদা দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। দুষ্কৃতীদের গ্রেফতার না কায় এই ধরনের হিংসা বাড়ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

 পুর নির্বাচনের ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ

পুর নির্বাচনের ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ

পুর নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই জায়গায় জায়গায় ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। যাতে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীরা ভোট না পারেন। অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি

আদালতে যাওয়ার হুঁশিয়ারি

দিলীপ ঘোষ বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হল সবার সঙ্গে কথা বলে নির্বাচনের দিন ঘোষণা করা। পাশাপাশি গণতান্ত্রিকভাবে যাতে সবাই প্রচার করতে পারে, তার বন্দোবস্ত করা। এটা না হলে আদালতে যাওয়া হবে বলে জানিয়ে রেখেছেন তিনি। রাজ্যপালের কাছেও বিষয়টি নিয়ে জানানো হয়েছিল। তবে সরকার যে সব কিছু মানবে তা তারা মনে করেন না, জানিয়েছেন দিলীপ ঘোষ।

দিল্লিতে হিংসা নিয়ে ফের পুলিসকেই দুষলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালদিল্লিতে হিংসা নিয়ে ফের পুলিসকেই দুষলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

English summary
Dilip Ghosh says, BJP is ready for Municipal Election. He also said that there was a molestation case against him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X