For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচনে দলের মুখ! মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের

দিলীপ ঘোষের অভিযোগ কেন্দ্র যাই করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজই হল তার বিরোধিতা করা। বিজেপি জাতপাতের রাজনীতি করে না বলেও দাবি করেন তিনি। আক দলের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সম্পর্কে তিনি জানান,

  • |
Google Oneindia Bengali News

দিলীপ ঘোষের অভিযোগ কেন্দ্র যাই করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজই হল তার বিরোধিতা করা। বিজেপি জাতপাতের রাজনীতি করে না বলেও দাবি করেন তিনি। আক দলের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সম্পর্কে তিনি জানান, নির্বাচনে জয়ী হওয়ার পরে দলই ঠিক করে দেবে নেতা কে হবেন।

মানুষ বিজেপিকে বিশ্বাস করে বলেই ২ কোটি ৩০ লক্ষ ভোট! কীভাবে পরিবর্তনে সাহায্য বিজেপির, বললেন দিলীপমানুষ বিজেপিকে বিশ্বাস করে বলেই ২ কোটি ৩০ লক্ষ ভোট! কীভাবে পরিবর্তনে সাহায্য বিজেপির, বললেন দিলীপ

সব কা সাথ, সব কা বিকাশ

সব কা সাথ, সব কা বিকাশ

দিলীপ ঘোষ দাবি করেন, বিজেপি জাতপাতের রাজনীতি করেন না। তাদের স্লোগানই হল সব কা সাথ, সব কা বিকাশ। সাধারণ মানুষ বিজেপিকে বিশ্বাস করে বলেও ২ কোটি ৩০ লক্ষ ভোট পেয়েছে।

কেন্দ্র যা বলবে, মমতার কাজই হল বিরোধিতা করা

কেন্দ্র যা বলবে, মমতার কাজই হল বিরোধিতা করা

দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর কাজই হল, কেন্দ্র যা বলবে, তার বিরোধিতা করা। তিনি বলেন, ৫০০ বছর ধরে রামমন্দির তৈরির জন্য সমাজে লড়াই হয়েছে। লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়েছেন। রামমন্দির স্বাভিমানের প্রতীক। রামমন্দির নির্মাণ সাংস্কৃতিক স্বাধীনতার লড়াই বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজেপিতে অনেক নেতা

বিজেপিতে অনেক নেতা

দিলীপ ঘোষ বলেছেন, বিজেপিতে অনেক নেতা। কোনও এক নেতার ওপর নির্ভর করে চলে না। সাধারণ কর্মী থেকে নেতা সবাই পরিশ্রম করছেন বলে জানিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনে দলের মুখ

বিধানসভা নির্বাচনে দলের মুখ

বিধানসভা নির্বাচনে দলের মুখ কে, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ভারতীয় জনতা পার্টিই একটা মুখ। অপর মুখ হল নরেন্দ্র মোদীর উন্নয়ন। আর প্রদেশে জেতার পর দল যাঁকে সামনে রাখবে, সেই সফলভাবে সরকার চালাবে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রথম উদ্দেশ্য হল সরকার পরিবর্তন করা।

English summary
Dilip Ghosh says after winning election party decide who will be the CM of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X