For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গ বিজেপিতে মতানৈক্য একুশের আগে, মুকুলের কলকাতায় ফেরা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

২০২১ বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে দিল্লিতে ছ-দিনের বৈঠক বসেছে বিজেপি। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় স্তরের সেই বৈঠক ছেড়ে মুকুলের কলকাতা ফেরা নিয়ে জলঘোলা তৌরি হয়েছে।

Google Oneindia Bengali News

২০২১ বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে দিল্লিতে ছ-দিনের বৈঠক বসেছে বিজেপি। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় স্তরের সেই বৈঠক ছেড়ে মুকুল রায়ের কলকাতা ফেরা নিয়ে জলঘোলা তৈরি হয়েছে। অভিযোগ তীব্র মতানৈক্যের জেরেই মুকুল বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। এবার তা নিয়ে মুখ খুলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মুকুলকে নিয়ে কী বললেন দিলীপ

মুকুলকে নিয়ে কী বললেন দিলীপ

দিলীপ ঘোষ বলেন, যাঁরা কেন্দ্রীয় নেতা তাঁদের আলাদা করে নির্দেশ পাঠানো হয়। আমাকেও আসতে বলা হয়েছিল। কোন কোন জেলা আসবে তাও বলা হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্বই সমস্ত আয়োজন করেছে। সিডিউলড নিয়ে সবাই সবকিছু জানে। আমার জানার কিছু নেই আর বলারও কিছু নেই। আমাকে আসতে বলা হয়েছিল, আমি দিল্লিতে বডি ফেলে দিয়েছি।

মুকুল নিজে কী জানান তাঁর কলকাতায় ফেরা নিয়ে

মুকুল নিজে কী জানান তাঁর কলকাতায় ফেরা নিয়ে

শুক্রবার কলকাতা বিমানবন্দরে নেমে মুকুল রায় বলেন, পাঁচ-ছ'দিন ধরে বৈঠক হবে আমি জানতাম না। কলকাতায় আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই ফিরতে হয়েছে। আমার রেটিনায় সমস্যা রয়েছে, একটা ইঞ্জেকশন নিতে হবে। সেই ডেট ঠিক করা ছিল আগে থেকেই। তাই আমাকে ফিরতে হল। এর মধ্যে কোনও জল্পনার অবকাশ নেই।

মুকুল রায় ২০২১ নির্বাচন প্রসঙ্গে

মুকুল রায় ২০২১ নির্বাচন প্রসঙ্গে

বিতর্কে ধামাচাপা দিতে মুকুল রায় আরও বলেন, আর ন-মাস পরে নির্বাচন। তাই এর বাইরে ভাবার কোনও অবকাশ নেই। দল যে দায়িত্ব দেবে তা পালন করব। আমার বিশ্বাস এবার বাংলায় ক্ষমতা দখল করবে বিজেপি। এখন সেই কাজকে সাফল্যে রূপ দিতে হবে। বিজেপি সর্বশক্তি দিয়ে সেই কাজে ঝাঁপাবে।

মুকুল-দিলীপের কথায় বিস্তর ফারাক

মুকুল-দিলীপের কথায় বিস্তর ফারাক

২০২১-এর রূপরেখা তৈরি করতে বঙ্গ বিজেপি নেতৃত্বকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ। বুধবার থেকে বৈঠক শুরু হয়েছিল। মুকুল রায় দিল্লি পৌঁছে গিয়েছিলেন একদিন আগেই। দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়রা গিয়েছিলেন বুধবার। কিন্তু মুকুল রায় বুধবার কৈলাস বিজয়বর্গীয়র বাড়িতে বৈঠকের পরই দিল্লি ছাড়ার তোড়জোড় শুরু করেন। বৃহস্পতিবারের বৈঠকে যোগ দেননি মুকুল। এখন মুকুলের কলকাতায় ফেরা নিয়েও দুই নেতার কথায় ফারাক রয়েছে।


English summary
Dilip Ghosh says about Mukul Roy’s returning at Kolkata from BJP’s Delhi meeting. Two leaders express two different opinions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X