For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বিমল গুরুংই পাহাড়ের নেতা’! মুখ্যমন্ত্রীর পদক্ষেপে ভয় পেয়ে কি এসব বলছেন দিলীপ

রাজ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই বিমল গুরুংকে পাহাড় ছাড়া করেছে। কিন্তু পাহাড়ের নেতা বিমল গুরুংই। আর পাহাড়ের একমাত্র দল গোর্খা জনমুক্তি মোর্চা।

  • |
Google Oneindia Bengali News

পাহাড়ে পা দিয়েই বিতর্ক উসকে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাহাড়ে উঠে তাঁর প্রথম মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠেছে, পাহাড়ে উত্তাপ ছড়াতেই কি এমন মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি? নাকি মুখ্যমন্ত্রীর চালে রাজনৈতিক জমি হারানোর ভয় পাচ্ছেন তিনি?

‘বিমল গুরুংই পাহাড়ের নেতা’! মুখ্যমন্ত্রীর পদক্ষেপে ভয় পেয়ে কি এসব বলছেন দিলীপ

দার্জিলিংয়ে পা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'পাহাড়ের নেতা বিমল গুরুং। আর পাহাড়ের একমাত্র দল গোর্খা জনমুক্তি মোর্চা। রাজ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তাঁকে পাহাড় ছাড়া করেছে।' তিনি আর বলেন, 'মোর্চা ১৭ দফা দাবি জানিয়েছিল। সেই দাবির মধ্যে ছিল গোর্খাল্যান্ডও। কিন্তু রাজ্য তা নিয়ে কোনও আলোচনা করেনি। আলোচনা করতেও চাইছে না রাজ্য। পাহাড়ের মানুযের দাবি এবং মোর্চার দাবিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য'।

এদিন পাহাড়ে দাঁড়িয়ে তিনি দাবি করেন, 'পাহাড়ে শান্তি ফিরিয়েছি আমিই। আমিই উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোর্চার বৈঠকের ব্যবস্থা করেছি। সেই বৈঠকের প্রেক্ষিতেই পাহাড়ের বনধ উঠেছে। রাজ্য বনধ তোলার জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।'

এতদিন পর বিজেপি সভাপতির পাহাড় সফর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তিনি এই বিতর্ক উড়িয়ে বলেন, 'বনধ চলাকালীন পাহাড়ে এলে আরও অশান্তি ছড়াতে পারত। তাই বনধ উঠতে তিনি পাহাড়ে এসেছেন। পাহাড়ের মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনতে এসেছেন। তাঁদের পাশে দা্ঁড়াতে এসেছেন।'

কারও সঙ্গে বৈঠক করার জন্য তার পাহাড়ে আসা নয়। তবে কেউ যদি তাঁর সঙ্গে দেখা করতে আসেন তিনি কথা বলবেন, আলোচনা করবেন। তিনি এদিন বিনয় তামাংয়ের নাম না করেই তাঁর সমালোচনা করেন। দিলীপবাবু বলেন, 'কেউ কেউ কারও দালালি করছে। পাহাড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।'

এদিন দিলীপ ঘোষের পাহাড় সফরের বিরোধিতা করে পাহাড়ে বিজেপি গো ব্যাক পোস্টার পড়ে। জন আন্দোলন পার্টি ও জাপের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। এদিকে বিমল গুরুংকে পাহাড়ে নেতা আখ্যা দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

তিনি বলেন, ঝামেলা পাকাতেই পাহাড়ে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। পাহাড়ে হিংসা ছড়ানোর পিছনে বিজেপির মদত ছিল। বিনয় তামাং মঙ্গলবারই দিলীপ ঘোষকে হুঁশিয়ারি দিয়েছিলেন। এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন অনীত থাপা। তিনি বলেন, যখন পাহাড়ের মানুষ তীব্র কষ্টের মধ্যে ছিলেন, তখন দিলীপ ঘোষ কোথায় ছিলেন? তিনিও অভিযোগ করে পাহাড়ে অসান্তি ছড়ানোর চেষ্টা করছেন দিলীপ ঘোষ।

English summary
Dilip Ghosh saya that Bimal Gurung is the only leader of Hill.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X