আরএসএসকে টেনে আনছেন মমতা! অধীর গড়ে কারণ জানালেন দিলীপ ঘোষ
ভয় পেয়েই আরএসএসকে টেনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর গড়ে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত সোমবার মুর্শিদাবাদের দুই প্রচার সভায় কংগ্রেস আরএসএস-এর সাহায্য নিচ্ছে বলে অভিযোগ করেছিলেন। মঙ্গলবার তারই উত্তর দেন দিলীপ ঘোষ। সূত্রের খবর অনুযায়ী, দিলীপ ঘোষ বলেন, আরএসএস রাজনীতি করেন না, তা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস-এর প্রশংসা করেছিলেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, ওঁর সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। হেরে যাওয়ার ভয়েই আরএসএসকে তিনি টেনে আনছেন বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
[আরও পড়ুন: বাংলার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ! বৃহস্পতিবার থেকে শুরু করবেন কাজ]
বহরমপুরে বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্যকে নিয়ে হুড খোলা জিপে প্রচার সারেন দিলীপ ঘোষ। প্রচারে বাংলাদেশি চিত্র তারকা নামানোর সমালোচনা করেন দিলীপ ঘোষ।
[আরও পড়ুন:মালদা দক্ষিণ আসনে তৃণমূল কি এবার কংগ্রেসকে ভিটেছাড়া করতে পারবে?]
[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]