For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল অতীত বিজেপিতে, এবার শুভেন্দু বিরুদ্ধে তাল ঠুকতে শুরু করলেন দিলীপ অনুগামীরা!

মুকুল অতীত বিজেপিতে, এবার শুভেন্দু বিরুদ্ধে তাল ঠুকতে শুরু করলেন দিলীপ অনুগামীরা!

  • |
Google Oneindia Bengali News

বিজেপিতে একটা সময় মুকুল রায় বনাম দিলীপ ঘোষ দ্বন্দ্ব নিয়ে খুব চর্চা হত। মুকুল রায় এখন নেই বিজেপিতে। রয়েছেন তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারী। তারপর বাংলার বিজেপিটা বর্তমানে আবর্ত হচ্ছে উত্তরের সুকান্ত আর দক্ষিণের শুভেন্দুকে ঘিরে। তেমনই বিজেপির অন্দরমহলে এখন দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারীর দ্বন্দ্ব চরমে।

লালমাটির দিলীপ আর বালুমাটির শুভেন্দুর মিলমিশ নেই বিজেপিতে!

লালমাটির দিলীপ আর বালুমাটির শুভেন্দুর মিলমিশ নেই বিজেপিতে!

শুভেন্দু অধিকারী দলে আসার পর বিজেপি মনে করেছিল তাঁদের বাংলা জয় এবার স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু সেই ভাবনা আর বাস্তবের মাঝে বিস্তর ফারাক ছিল। বাস্তবে দেখা যায়, বিজেপি পর্যুদস্ত হয়েছে একুশের নির্বাচনে। ভোটের আগে দিলীপ-শুভেন্দুর সমীকরণ ছিল আলাদা, ভোট ফুরোতেই তা বদলে যায়। লালমাটির দিলীপ আর বালুমাটির শুভেন্দুর মিলমিশ আর সেই আগের মতো নেই।

দিলীপ অনুগামীদের ঠান্ডা লড়াই দাদার অনুগামীদের বিরুদ্ধে

দিলীপ অনুগামীদের ঠান্ডা লড়াই দাদার অনুগামীদের বিরুদ্ধে

যদিও শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরই মঞ্চে সিংহাসনে বসে পাশে চেয়ারে বসা শুভেন্দুর সঙ্গে ফারাক বুঝিয়ে দিয়েছিলেন। সেই থেকেই উভয়ের দ্বন্দ্বটা ছিলই। শুভেন্দুর অনুগামী (দাদার অনুগামী)-দের সঙ্গে দিলীপ অনুগামীদের ঠান্ডা লড়াই যে এখনও লেগে রয়েছে, সম্প্রতি সনাতনী হিন্দু তরজায় তা ফের উঠে এসেছে।

দিলীপ ঘোষের আপ্ত সহায়কের নিশানায় যে শুভেন্দু অধিকারীই

দিলীপ ঘোষের আপ্ত সহায়কের নিশানায় যে শুভেন্দু অধিকারীই

সোশ্যাল মিডিয়ায় সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভপাতি দিলীপ ঘোষের আপ্ত সহায়ক পোস্ট করলেন- সনাতলী হিন্দু ব্যাপারটা কী? তাঁর এই পোস্টে যে শুভেন্দুর প্রতি খোঁচা লুকিয়ে রয়েছে, তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে নিজেকে সনাতনী হিন্দু বলে দাবি করেন। ফলে দিলীপবাবুর আপ্ত সহায়কের নিশানায় যে শুভেন্দুই ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না।

ফেসবুক পোস্টে লিখলেন দেব, সনাতনী হিন্দুটা কী? বোঝাবেন

ফেসবুক পোস্টে লিখলেন দেব, সনাতনী হিন্দুটা কী? বোঝাবেন

দিলীপ ঘোষের আপ্ত সহায়ক তাঁর ফেসবুক পোস্টে লেখেন, কেউ একটু বোঝাবে, সনাতনী হিন্দুটা কী? লাস্ট ৬ মাস ধরে খুব শুনছি কথাটা। প্রায় একশো বছর আগে এরকম শোনা যেত। এখানে উল্লেখ্য, শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সনাতনী হিন্দু কথাটা তাঁর বক্তব্যে বারবার তুলে ধরেছেন।

দিলীপ বনাম শুভেন্দুর লড়াই আবার প্রকট হল বিজেপিতে

দিলীপ বনাম শুভেন্দুর লড়াই আবার প্রকট হল বিজেপিতে

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, দিলীপ ঘোষের আপ্ত সহায়কের এই পোস্ট আদপে বিরোধী দলনেতাকে কটাক্ষ। দেব সাহা যে পোস্ট করেছেন, তা দিলীপ ঘোষও নিশ্চয় জানেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁকে না জানিয়ে তাঁর আপ্ত সহায়ক এমন পোস্ট করবেন, তা হয় না। তাঁর এই পোস্টের পর দিলীপ বনাম শুভেন্দুর লড়াই আবার প্রকট হল বিজেপিতে।

শুভেন্দুর বিরুদ্ধে বিতর্কিত পোস্ট দিলীপের আপ্ত সহায়কের

শুভেন্দুর বিরুদ্ধে বিতর্কিত পোস্ট দিলীপের আপ্ত সহায়কের

দিলীপ ঘোষের আপ্ত সহায়ক দেব সাহার ফেসবুকে ওই পোস্টের পর বিজেপিতে ফের অস্বস্তিকর পরিস্থিতি। এ বিষয়ে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী কেউ না কিছু মন্তব্য করলেও, জল যে ঘোলা হচ্ছে তা বলাই যায়। কেননা বিজেপিতে মতুয়া বিদ্রোহ চলছে তা এখনও কোনওদিকে মোড় নেবে বোঝা যাচ্ছে না। তারপর উদ্বাস্তু সেলের বিদ্রোহও চলছে বিজেপিতে। দিলীপ-গড়েও বিদ্রোহী হয়ে উঠেছেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তার মাধে আবার শুভেন্দুর বিরুদ্ধে বিতর্কিত পোস্ট দিলীপের আপ্ত সহায়কের।

সুকান্ত-শুভেন্দুরা ফোঁস করলেই পাল্টা দিচ্ছেন দিলীপ অনুগামীরা

সুকান্ত-শুভেন্দুরা ফোঁস করলেই পাল্টা দিচ্ছেন দিলীপ অনুগামীরা

বঙ্গ বিজেপিতে বর্তমানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সর্বেসর্বা হয়ে উঠেছেন। দিলীপ ঘোষ চলে গিয়েছেন খানিক ব্যাকফুটে। দিলীপের বিরুদ্ধে সুকান্ত-শুভেন্দুরা যতই ফোঁস করুন না কেন, তার পাল্টা দিতে দিলীপ অনুগামীরাও পিছপা নন। দিলীপ অনুগামীদের সাফ কথা, দিলীপ ঘোষ সবথেকে সফল রাজ্য সভাপতি বিজেপির। বরং বর্তমান নেতৃত্ব দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না।

English summary
Dilip Ghosh’s Personal Assistant takes on Suvendu Adhikari doing post on facebook
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X