মোদী, অমিত শাহকে 'বহিরাগত' তকমা! দিল্লি থেকে ফিরেই বিস্ফোরক দিলীপ ঘোষ
অন্যরাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা বিজেপি (bjp) নেতাদের নাম না করে বহিরাগত বলে মন্তব্য করেছিলেন তৃণমূল (trinamool congress) মুখপাত্র সুখেন্দু শেখর রায়। দিল্লি থেকে কলকাতায় ফিরেই তারই জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(dilip ghosh)। কটাক্ষের সুরে তিনি বলেছেন, রোহিঙ্গারা অনুপ্রবেশকারী নন, কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলে বহিরাগত।

ভিনরাজ্যের নেতাদের দায়িত্ব বিজেপির
রাজ্য বিজেপির দেখাভালের জন্য কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেমনরা আগে থেকেই ছিলেন। এঁদের সঙ্গে সম্প্রতি যুক্ত করা হয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে। এছাড়াও বিজেপির সাংগঠনিক পাঁচটি জোনের জন্য পাঁচ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা সবাই উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লির মতো রাজ্যে। সব থেকে বড় কথা তাঁরা অমিত শাহের ভরসার নেতা।

বিজেপিকে উদ্দেশ্য করে তোপ দেগেছিলেন সুখেন্দুশেখর
এব্যাপারে নাম না করে বুধবার তোপ দেগেছিলেন তৃণমূলের মুখপাত্র সুখেন্দুশেখর রায়। বহিরাগতদের বাংলায় এনে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তা রুখতে হবে। এই সময় তিনি বাম জমানার প্রসঙ্গও টানেন। তিনি বলেন, ত্রস্ত বাংলা থেকে স্থিতাবস্থা ফিরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পুনর্গঠন করেছেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে অমিত শাহের টার্গেট ২০০-র বেশি আসনে জয়। এব্যাপারে কটাক্ষ করতে গিয়ে সুখেন্দুশেখর রায় বলেছিলেন, লোকসভা নির্বাচনে ১৮ আসন পাওয়ার পর দিবাস্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপি। তাঁর দাবি লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোটের কোনও সম্পর্ক নেই।

পাল্টা প্রতিক্রিয়া দিলীপ ঘেষের
তৃণমূলের সুখেন্দু শেখর রায়ের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। বুধবার রাতে তিনি দিল্লি থেকে কলকাতায় ফেরেন। বিমানবন্দরে প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গারা এনে অনুপ্রবেশকারী নয়, কিন্তু বাংলায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এলেই বহিরাগত।

বিজেপি নেতারা সর্বভারতীয় দলের প্রতিনিধি
ওইদিন দিল্লিতে দিলীপ ঘোষকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি নেতারা সর্বভারতীয় দলের প্রতিনিধি। রাজ্যের শাসকদলকে পাল্টা আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছে। বাংলাদেশ থেকে লোক এনে প্রচার করে তারা। তিনি আরও বলেছিলেন, যাঁরা পশ্চিমবঙ্গকে দেশ থেকে আলাদা মনে করেন, তারাই এই ধরনের প্রচার করেন।

গরু পাচারে বিএসএফ কর্তা গ্রেফতার প্রসঙ্গ
গরু পাচার কাণ্ডে একাধিক বিএসএফ কর্তাকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে প্রশ্নের উত্তরে পাচারকারীদের গ্রেফতারে রাজ্যের মানুষ খুশি। ওদের কেন এত কষ্ট হচ্ছে। এব্যাপারে দিল্লিতে দিলীপ ঘোষ বলেছিলেন, এজেন্সি বড় কথা নয়, গরু পাচারে যে কোটি কোটি টাকা উঠছে এবং তা রাজনীতিতে লাগানো হচ্ছে। তাঁর আরও অভিযোগ ছিল, গরু পাচার ছাড়াও, কয়লা, বালি খাদান থেকেও টাকা উঠছে। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয় হওয়ায় মাথাগুলো ধরা পড়েছে। একইসঙ্গে তিনি বলেছিলেন, হয়তো একমাসের মধ্যে অনেক ঘটনা সামনে আসবে।
