For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট কি তবে একে-৪৭ নিয়ে হবে! রামনবমীর রাজনীতিতে মমতাকে কড়া জবাব দিলীপের

রামনবমীতে গদা, তরবারি, লাঠি ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলের প্রতিবাদে বিজেপিকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। তার উত্তরে দিলীপ ঘোষ বললেন, ভোট কি তবে বন্দুক নিয়ে, একে-৪৭ নিয়ে হবে?

Google Oneindia Bengali News

রামনবমীতে গদা, তরবারি, লাঠি ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলের প্রতিবাদে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, গদা নিয়ে ওরা কার মাথা ফাটাবে? কার গলা কাটবে? গদা ও তরোয়াল নিয়ে ভোট হয় না। মানুষ ওদের ভোট দেবে না। কারণ এটা বাংলার সংস্কৃতি নয়। তার উত্তরে দিলীপ ঘোষ বললেন, ভোট কি তবে বন্দুক নিয়ে, একে-৪৭ নিয়ে হবে?

ভোট কি তবে একে-৪৭ নিয়ে হবে! সংস্কৃতির প্রশ্নে মমতাকে কড়া জবাব দিলীপের

রবিবার মুখ্যমন্ত্রীর কথার উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, জেলায় জেলায় বেআইনি বন্দুক কারখানা চালাচ্ছেন দিদি। নানা জায়গায় বেআইনি ভাবে বোমা বানানো হচ্ছে। তা কী খুন খারাপি করার জন্য? আমাদের ৪১ জন খুন হয়েছেন। গত আট মাসে এই রাজ্যে একশো জনের বেশি রাজনৈতিক হিংসার বলি হয়েছেন।

এরপরই দিলীপ প্রশ্ন ছুড়ে দেন, এবার কী জবাব দেবেন দিদি? দিদি কি এখানে শবযাত্রা শুরু করবেন? দিদির যে রাক্ষস রাজত্ব শুরু হয়েছে তা শেষ করব আমরাই। সেই জন্য দৈবী শক্তির আরাধনা করলাম। উল্লখ্য, রবিবারও নানা জায়গায় রামনবমীর মিছিল করে দিলীপ ঘোষ নির্বাচনী প্রচার সারেন।

পূর্ব মেদিনীপুরের এগরা যাওয়ার আগে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে কয়েকটি মন্দিরে পুজোও দেন তিনি। প্রথম দফার মতো রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনেও সব বুথে কেন্দ্রীয় বাহিনী নাও থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে তার চেষ্টা হচ্ছে। আমরা আগে যে ভাবে শাসক দলের প্রতিরোধ করেছি, সেই ভাবেই এবারও প্রতিরোধ করব।

[আরও পড়ুন: দ্বিতীয় দফার নির্বাচনের আগে 'সংকট'! মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে চাইলেন মন্ত্রী][আরও পড়ুন: দ্বিতীয় দফার নির্বাচনের আগে 'সংকট'! মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে চাইলেন মন্ত্রী]

কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির ২৫ টির মধ্যে বিজেপি ১৩ টি আসনে জিতলেও এখনও সেখানে বোর্ড গঠন করতে পারেনি পদ্ম শিবির। তার জন্য প্রশাসনকেই দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন। তিনি বলেন, এই বোর্ড গঠন করতে না পারার দায় আমাদের নয়। এই দায় প্রশাসনের। তারাই বারে বারে দিন ঠিক করেও আমাদের বোর্ড করতে দেয়নি। এবার দিল্লিতে এবং কেশিয়াড়িতে একসাথে বোর্ড গড়বে বিজেপি।

[আরও পড়ুন: বিজেপির পালে হাওয়া আগের থেকে জোরদার! কারণ জানিয়ে আসন সংখ্যা জানালেন মোদী][আরও পড়ুন: বিজেপির পালে হাওয়া আগের থেকে জোরদার! কারণ জানিয়ে আসন সংখ্যা জানালেন মোদী]

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
Dilip Ghosh replies Mamata Banerjee on weapons meeting in Ramnavami. He says, DiDi tries to vote with AK 47
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X