For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেকের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলীপ ঘোষের, পাল্টা 'বরদাস্ত' না করার হঁশিয়ারি

নদিয়ায় তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি ফুলবাড়িতে সত্যজিৎ-এর পরিবারের সঙ্গে দেখা করেন।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

নদিয়ায় তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি ফুলবাড়িতে সত্যজিৎ-এর পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর তিনি বিজেপি-র উদ্দেশে তোপ দাগেন এবং বলেন দোষীদের কাউকে ছাড়়া হবে না। কলার ধরে তিনি নিজে তাঁদের হিড় হিড় করে টেনে থানায় নিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন অভিষেক। এই মন্তব্যেরই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন দিলীপ ঘোষ। তিনি সাফ জানান, এমনটা হলে তার ফল ভুগতে হবে তৃণমূলকে।

অভিষেকের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলীপ ঘোষের, পাল্টা বরদাস্ত না করার হঁশিয়ারি

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, নদিয়ায় বিধায়ক খুনে জোর করে বিজেপি-র নাম জড়ানো হচ্ছে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব লুকোতে বিজেপি-র লিংক টানা হচ্ছে। এই ঘটনা আসলে গোষ্ঠীদ্বন্দ্বের। তাকে লুকোতেই তৃণমূল লোকসভা নির্বাচনের আগে বিজেপি-র নামে অপপ্রচার করছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

তিনি আরও বলেন, জোর করে বিজেপি কর্মীদের ধরা হচ্ছে। মিথ্যা মামলায় জেলে ঢোকানো হচ্ছে। এতেও হচ্ছে না। শেষপর্যন্ত খুনের মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বিজেপি-কে। বিধায়ক খুনেও তেমন যদি কিছু হয় তাহলে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে বিজেপি। এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান দিলীপ ঘোষ। তিনি তৃণমূলের উদ্দেশে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন যে আজ থেকে ২ বছর আগের বিজেপি-র সঙ্গে বর্তমান বিজেপি-র শক্তির তুলনা টানেন। জানান, পশ্চিমবঙ্গের এখনকার বিজেপি-র অনেকবেশি শক্তিশালী। কোনও উল্টোপাল্টা জিনিস বরদাস্ত করা হবে না। তৃণমূল এরপরও গাজোয়ারি করলে তার ফল ভুগতে হবে বলেও হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ।

এই প্রসঙ্গেই মুকুল রায়ের প্রসঙ্গ টানেন দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন কীভাবে এই খুনের ঘটনায় মুকুল রায়ের নাম টানা হচ্ছে। এটা প্রমাণিত যে ওই ঘটনার দিন মুকুল রায় কৃষ্ণনগরে তো ছিলেনই না এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন। নিজেদের দলেরই প্রাক্তন মন্ত্রী তথা সাংসদকে যেভাবে পুলিশ দিয়ে হেনস্থার পরিকল্পনা রাজ্য সরকার এঁটেছে তা ভয়ঙ্কর। অবিলম্বে এই ঘটনা থেকে মুকুল রায়ের নাম বাদ না দিলে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ।

English summary
Abhishek Banerjee has threatened BJP that he will pull them by collar to the Police station. As a result Dilip Ghosh has condemned this statement stongly.Abhishek Banerjee has threatened BJP that he will pull them by collar to the Police station. As a result Dilip Ghosh has condemned this statement strongly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X