For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের টাকা অপব্যবহারের অভিযোগ! কীভাবে বিভ্রান্ত করছে রাজ্য সরকার, তথ্য তুলে বললেন দিলীপ ঘোষ

ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করে বিভ্রান্ত করার অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করে বিভ্রান্ত করার অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, ক্ষয়ক্ষতি নির্ধারণে কোনও সমীক্ষা না করলেও, কিসের ভিত্তিতে ক্ষতির তথ্য দিচ্ছে রাজ্য সরকার প্রশ্ন তুলেছে তিনি।

ফের নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বর্ষা কবে, বার্তা দিল আবহাওয়া দফতরফের নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বর্ষা কবে, বার্তা দিল আবহাওয়া দফতর

আম্ফানের ক্ষতিপূরণ নিয়ে ২ বার ২ ধরনের দাবি

আম্ফানের ক্ষতিপূরণ নিয়ে ২ বার ২ ধরনের দাবি

দিলীপ ঘোষ বলেন, আম্ফানের ক্ষতি নিয়ে ২ বার ২ ধরনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি বলেছিলেন ক্ষতি হয়েছে প্রায় ৮০ হাজার কোটির। পরে বলা হয়েছে ক্ষতি প্রায় ১ লক্ষ ২ হাজার কোটির। কেন এমন হেরফের প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। রাজ্য সরকার কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাছে প্রায় ১ লক্ষ ২ হাজার কোটির ক্ষতির খতিয়ান দিয়েছে।

কেন্দ্রীয় প্রকল্পের টাকা অপব্যবহারের অভিযোগ

কেন্দ্রীয় প্রকল্পের টাকা অপব্যবহারের অভিযোগ

দিলীপ ঘোষের আরও অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকা অপব্যবহার করছে। তিনি দাবি করেন, ২০২৯-২০ সালে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ৯৯৩.৮৮ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে থেকে রাজ্য সরকার খরচ করেছে ৪২৩.৬৩ কোটি টাকা। তাঁর অভিযোগ, রাজ্য সরকার টাকা খরচ না করেই কেন্দ্রের কাছে খালি টাকা চাইছে।

পরিকল্পনা জমা না দিয়েই টাকার দাবি

পরিকল্পনা জমা না দিয়েই টাকার দাবি

দিলীপ ঘোষ অভিযোগ করেন কেন্দ্রের জল, জীবন মিশনের কাছে কোনও পরিকল্পনা জমা না দিয়েই রাজ্য সরকার টাকার দাবি করছে।

পরিযায়ীদের নিয়ে ফের নিশানায় রাজ্য সরকার

পরিযায়ীদের নিয়ে ফের নিশানায় রাজ্য সরকার

দিলীপ ঘোষ পরিযায়ীদের নিয়ে ফের নিশানা করেন রাজ্য সরকারকে। তিনি অভিযোগ করেন, পরিযায়ী শ্রমিকরা জায়গায় জায়গায় তাঁবুতে আশ্রয় নিয়েছেন। কিন্তু অন্য রাজ্য সরকারগুলি পরিযায়ীদের প্রতি বেশি যত্ন নিচ্ছে বলে দাবি করেন তিনি।

English summary
Dilip Ghosh questions Mamata Banerjee Govt's claim on central relief fund
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X