For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরের বাণীই এবার দিলীপের মুখে, একুশের বঙ্গ নির্বাচনে শেষ নেই ভবিষ্যদ্বাণীর

প্রশান্ত কিশোরের বাণীই এবার দিলীপের মুখে, একুশের বঙ্গ নির্বাচনে শেষ নেই ভবিষ্যদ্বাণীর

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর ভোট শুরুর মুখেই যে কথা বলেছিলেন, এখন সেই কথা শোনা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে। এবার বাংলায় বিধানসভা নির্বাচনের ফল কী হবে, তা নিয়ে উদ্বেগে সমস্ত পক্ষই। এখনও নির্বাচনের তিন দফা বাকি, তার আগেই দিলীপ ঘোষ ফের করলেন ভবিষ্যদ্বাণী।

প্রশান্ত কিশোরের পাল্টা দিলীপ ঘোষের

প্রশান্ত কিশোরের পাল্টা দিলীপ ঘোষের

প্রশান্ত কিশোর ভোটের আগে থেকেই বলছেন বিজেপি তিন অঙ্কে পৌঁছতে পারবে না বাংলার নির্বাচনে। দুই অঙ্কেই আটকে যাবে বিজেপির জয়রথ। এবার তার পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সোমবার বনগাঁর সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল এবার একশোর নিচে থাকবে।

৫ দফায় বিজেপি অন্তত ১২৫টি আসনে জিতবে

৫ দফায় বিজেপি অন্তত ১২৫টি আসনে জিতবে

একদিন আগেই দিলীপ ঘোষ দাবি করেছিলেন পঞ্চম দফা পর্যন্ত যে ১৮০ আসনে ভোট হয়েছে, তার মধ্যে বিজেপি অন্তত ১২৫টি আসনে জিতবে। আর বিজেপির টার্গেট এবার বাংলায় ২০০ আসনে জেতা। তাও হয়ে যাবে। বাকি দু-দফায় ১১৪ আসনের মধ্যে আমরা ৭৫ আসনে জিতবই। বাংলায় এবার পরিবর্তন হচ্ছেই।

তৃণমূল হেরে গিয়েছে এই পাঁচ দফা নির্বাচনে

তৃণমূল হেরে গিয়েছে এই পাঁচ দফা নির্বাচনে

দিলীপ ঘোষ বলেন, বাংলায় ভোটের আর তিন দফা বাকি রয়েছে। পাঁচ দফা ভোট হয়ে গিয়েছে। তৃণমূল হেরে গিয়েছে এই পাঁচ দফায়। তাই এখন ভোট লুঠ করে জেতার চেষ্টা চালাচ্ছে। কিন্তু মানুষ এবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাবেনই। তাই বোমা-বন্দুকের ভয় উপেক্ষা করে ভোট দিচ্ছেন তাঁরা।

তৃণমূল একশোর নিচে থাকবে, বিজেপি ২০০

তৃণমূল একশোর নিচে থাকবে, বিজেপি ২০০

দিলীপ ঘোষ এদিন প্রশান্ত কিশোরের কথাকেই আপ্তবাক্য মানেন। তিনি বলেন, এবার তৃণমূল কংগ্রেস একশোর নিচে থাকবে। বিজেপি ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করবে বাংলায়। তবেই বাংলায় গুন্ডা-বদমায়েশের রাজনীতি বন্ধ হবে। মানুষ তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে। যত দফা যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে ফলাফল।

English summary
Dilip Ghosh predicts Bengal Election result according to Prashant Kishor before ending election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X