'গরুর দুধে সোনা' বিতর্ক : নিজের মন্তব্য থেকে সরতে নারাজ দিলীপ
গুরুর দুধে সোনা আছে বলে বিজেপি নেতা দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তা নিয়ে সোশাল মিডিয়া সহ নানা জায়গাতে সমালোচনা ও রসিকতা শুরু হলেও নিজের বক্তব্য থেকে সরতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে তিনি বলেন, যা বলেছি ভেবেই বলেছি। সেটাই আমার মতো। যারা বুঝতে পারছে না তারাই চেঁচামেচি করছে।

আগের দিন বর্ধমান জেলায় একটি অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যে দেশি গরুর দুধে সোনা আছে । গরুর কুজে সেই সোনা তৈরি হয়। এই নিয়ে বিভিন্ন ব্যক্তি দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে অনেক কথা বলেন । সোশাল মিডিয়া তে তার বক্তব্য নিয়ে রীতিমতো হাসি মসকরা করা হয়েছে।
তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, যারা গরু খায় তারা গরুর দুধের মর্ম বোঝে না। আমরা গো রক্ষক, গো ভক্ত। গো ভক্ত ও গো ভক্ষকদের মধ্যে লড়াই চলছে। আমরা দেখতে চাই কে গো ভক্ত ও কে ভক্ষকদের পক্ষে।
বুধবার খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনে বিজেপির প্রেম চাঁদ ঝা মনোনয়ন পত্র জমা দেন। সেই উপলক্ষ্যে এদিন খড়্গপুর আসেন তিনি।