For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে বেসুরো সাংসদ শান্তনুকে নিয়ে কী বার্তা দিলেন দিলীপ, বৈঠক মানভঞ্জনের

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও কিছুদিন ধরে বেসুরো বাজছেন। মাঝেমধ্যেই ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। যা নিয়ে ২০২১-এর কুরুক্ষেত্রের আগে জল্পনার পারদ চড়ছে। তৃণমূলও সুযোগ বুঝে লাভের গুড় পেতে ময়দানে নেমে পড়েছে।

Google Oneindia Bengali News

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও কিছুদিন ধরে বেসুরো বাজছেন। মাঝেমধ্যেই ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। যা নিয়ে ২০২১-এর কুরুক্ষেত্রের আগে জল্পনার পারদ চড়ছে। তৃণমূলও সুযোগ বুঝে লাভের গুড় পেতে ময়দানে নেমে পড়েছে। এই অবস্থায় তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শান্তনু ঠাকুরের সঙ্গে কোনও মনোমালিন্য নেই, বার্তা দিলীপের

শান্তনু ঠাকুরের সঙ্গে কোনও মনোমালিন্য নেই, বার্তা দিলীপের

শান্তনু সিএএ নিয়ে বিজেপিতে বিদ্রোহী হয়ে উঠতেই দিলীপ ঘোষ তড়িঘড়ি ব্যবস্থা নিলেন। শান্তনুর সঙ্গে তিনি তড়িঘড়ি বৈঠকে বসলেন। সেই বৈঠকের নির্যাস হিসেবে দিলীপবাবু সাফ জানিয়ে দিলেন, কোনও দূরত্ব নেই। শান্তনু ঠাকুরের সঙ্গে কোনও মনোমালিন্যও হয়নি। তিনি সিএএ বাস্তবায়ন নিয়ে ক্ষুব্ধ ছিলেন। তাঁর ক্ষোভের কারণ নিয়ে আলোচনা করেছি। তিনি বুঝেছেন।

বিজেপি আইন করেছে বিজেপিই প্রযোগ করবে

বিজেপি আইন করেছে বিজেপিই প্রযোগ করবে

দিলীপ ঘোষের কথায়, শান্তনু ঠাকুরের ক্ষোভ মিটে গিয়েছে। তিনি কেন তৃণমূলে যাবেন। তৃণমূল তে সিএএ মানে না। আর শান্তনু ঠাকুরের দাবি তো সিএএ বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। আমরা তাঁকে বুঝিয়েছি। কোভিড সিচুয়েশনের মধ্যে সিএএ নিয়ে এগনো সম্ভব হয়নি। বিজেপি আইন করেছে বিজেপিই প্রযোগ করবে। আজ নয় কাল তা প্রয়োগ হবে।

শান্তনু ঠাকুর কড়া সমলোচনা করেন অমিত শাহের

শান্তনু ঠাকুর কড়া সমলোচনা করেন অমিত শাহের

উল্লেখ্য, সম্প্রতি বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কড়া সমলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর কথায়, সিএএ চালু হলে ভালোমন্দ দুরকম প্রভাব পড়তে পরে। কেন্দ্রের সরকার দেড় কোটি মানুষকে দোলাচলে রেখে দিয়েছে। তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য স্পষ্ট করছেন না।

জ্যোতিপ্রিয়র তৃণমূলে ফেরার আহ্বান শান্তনুকে, জল্পনা

জ্যোতিপ্রিয়র তৃণমূলে ফেরার আহ্বান শান্তনুকে, জল্পনা

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্বাস্তু সমাজের জন্য ঠিক নয়। শাহকে ভবিষ্যৎ পদক্ষেপ বলতে হবে। সিএএ ইস্যুতে বিস্ফোরক শান্তনু বলেন, এই আইন চালু না হলে মানুষ বঞ্চিত হবে। মনে রাখা উচিত রাজনৈতিক দল বড় নয়, মানুষের চাহিদাই বড়। ফলে পরিস্থিতিই বলবে আমাকে কী করতে হবে। এরপরই জল্পনা বাড়ে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তাঁকে তৃণমূলে ফেরার আহ্বান জানান। দিলীপ ঘোষ চটজলদি বৈঠক করে সব জল্পনায় জল ঢেলে দেন এদিন।

English summary
Dilip Ghosh meets with BJP MP Shantanu Thakur to end speculation due to his CAA comment before 2021 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X