For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির নির্বাচন কমিশনে বিজেপি, ২০২১-এর লক্ষ্যে কোমর বাঁধছে গেরুয়া শিবির

বজবজে বিডিও অফিসে দলীয় কর্মীর ওপর তৃণমূলের হামলার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির।

  • |
Google Oneindia Bengali News

বজবজে বিডিও অফিসে দলীয় কর্মীর ওপর তৃণমূল কংগ্রেসের হামলার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। এদিন দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনের অফিসে যান। সেখানে অভিযোগ জানানো পর দিলীপ ঘোষ বলেন, ভোটার তালিকা তৈরির সময় থেকেই হামলা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের তরফে এই হামলার কথা অস্বীকার করা হয়েছে।

বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ

বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ

দিন কয়েক আগে বজবজ বিডিও অফিসে যাওয়া এক বিজেপি কর্মীর ওপর হামলা হয়েছিল। বিজেপির অভিযোগ তৃণমূল এই হামলা চালিয়েছে।

নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল

নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল

এদিন দিলীপ ঘোষের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় বিজেপি এক প্রতিনিধি দল। সেখানেই হামলা নিয়ে অভিযোগ জানানো হয়। সেই দলের অন্য সদস্যরা হলেন, রাজ্যসভায় বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত এবং রাজ্যের অপর সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

বিডিও-র আমন্ত্রণেই দফতরে

বিডিও-র আমন্ত্রণেই দফতরে

দিলীপ ঘোষ এদিন দাবি করেছেন, ভোটার তালিকা নিয়ে বৈঠক ডেকেছিলেন বিডিও। সেখানে আমন্ত্র জানানো হয়েছিল বিজেপিকেও। সেই মতো দলের কর্মীও গিয়েছিলেন সেখানে।

ভোটার তালিকা শুরুর সময় থেকেই কাজ শুরু তৃণমূলের

ভোটার তালিকা শুরুর সময় থেকেই কাজ শুরু তৃণমূলের

দিলীপ ঘোষ বলেছেন, ভোটার তালিকা তৈরির সময় থেকেই তাদের কাজ শুরু করে দেয় তৃণমূল। সেই সময় থেকেই চলতে থাকে ভয় দেখানোর কাজ। যেমনটা করা হয়েছে বিজেপি কর্মীর ক্ষেত্রে। কিন্তু এবার আর তাদের ছাড়া হবে না। এই ধরনের বৈঠকগুলিতে যাতে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়, নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল।

English summary
Dilip Ghosh meets Election Commission in Delhi regarding attack on BJP worker at Budge Budge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X