For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্যোতিপ্রিয়-র 'জামা-কাপড় খুলিয়ে মন্ত্রীত্ব গোটানো' হুমিক দিলীপের, বালুর পাল্টা 'বর্বর, মুর্খ'

সত্যজিৎ বিশ্বাস খুনে রোজই কোনও না কোনওভাবে বিজেপি-র নাম জড়াচ্ছে। আর এর ভিত্তিতে বিজেপি নেতাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গেই মঙ্গলবার ফের একবার মুখ খোলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

সত্যজিৎ বিশ্বাস খুনে রোজই কোনও না কোনওভাবে বিজেপি-র নাম জড়াচ্ছে। আর এর ভিত্তিতে বিজেপি নেতাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গেই মঙ্গলবার ফের একবার মুখ খোলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ববি হাকিম, জ্যোতিপ্রিয়-দের নাম নিয়ে রাীতিমতো হুঙ্কার দেন তিনি। জানান, সত্যজিৎ বিশ্বাসের মতো যুব নেতাকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। কারণ, এই ঘটনায় কোনও প্রমাণ ছাড়াই বিজেপি- নেতা-কর্মীদের ফাঁসানোর চেষ্টা চলছে তাতে তা ই প্রমাণিত হয়। এমন মন্তব্য করেন দিলীপ ঘোষ।

জ্যোতিপ্রিয়-র জামা-কাপড় খুলিয়ে মন্ত্রীত্ব গোটানো হুমিক দিলীপের, বালুর পাল্টা বর্বর, মুর্খ

বিজেপি-র রাজ্য সভাপতি আরও অভিযোগ জানিয়ে বলেন, প্রতিহিংসার রাজনীতি দিয়ে বিজেপি-কে বদনামের চেষ্টা চলছে। তিনি রীতিমতো হুমকি দিয়েই বলেন যারা এভাবে বদনামের রাজনীতি করতে চাইছে এবং প্রতিহিংসার জন্ম দিচ্ছে তাদেরকেও এর ফল ভুগতে হবে। হুমকির সুরেই তিনি বলেন, কোনও বিজেপি কর্মীর গায়ে হাত তুললে শুধু নদিয়া, উত্তর ২৪ পরগনাই নয় সারা বাংলায় আগুন জ্বলবে। কাকে প্রতিহিংসা বলে তখন দেখতে পাবে মন্ত্রীরা।

এমনকী, জ্যোতিপ্রিয় মল্লিক কতবড় মন্ত্রী তা দেখতে চেয়ে হুমকিও দেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গেই তিনি বলেন, মন্ত্রীর গাড়ি তিনি রাস্তায় আটকাবেন শুধু নয় জলও খেতে দেবেন না। তৃণমূল কোনও বিজেপি কর্মী-নেতার বাড়িতে আগুন লাগানোর আগে যেন মনে রাখে এবং ভেবেচিন্তে লাগায়। বিজেপি-র সহ্যের সীমা আছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। এরপরই জ্যোতিপ্রিয়কে রীতিমতো হুমকি দিয়ে দিলীপ ঘোষ বলেন,মন্ত্রিত্ব গুটিয়ে নেওয়া হবে এবং জামাকাপড় খুলে নেওয়া হবে।

দিলীপ ঘোষের এই মন্তব্যে পাল্টা তোপ দেগেছেন জ্য়োতিপ্রিয়। তিনি, 'অশিক্ষত , বর্বর, মুর্খ' বলে দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন। দিলীপ যদি রাস্তায় নামেন তাহলে জ্য়োতিপ্রিয়-র ক্ষমতা বুঝতে পারবেন। বুধবার সকালেই দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছে তিনি

English summary
Dilip Ghosh again comes forward and threaten Jyotiprioyo Mallik. If Jyotipriyo does not stop then BJP workers will stripe his cloth on the road and beat him. Jyotiprio replied back heavily on this comment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X