দিলীপ ঘোষ স্বপ্ন দেখছেন! বিজেপির অবস্থা ঝালমুড়ির মতো, কটাক্ষ ফিরহাদের
দিলীপ ঘোষ (dilip ghosh) স্বপ্ন দেখছেন। তাঁর স্বপ্ন কখনই পূরণ হবে না। এমনটাই মন্তব্য করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (firhad hakim)। এদিন তিনি বিজেপিকে পাইকারি দল বলেও কটাক্ষ করেন। প্রসঙ্গত এদিন দিলীপ ঘোষ বলেন, মাস খানেকের মধ্যে আরও অনেক কিছু ঘটবে। পাশাপাশি তিনি বলেন, একমাস পরে তৃণমূল পার্টি বলে আর কিছুই থাকবে না।

দিলীপ ঘোষের কটাক্ষ
এদিন সকালে ইকোপার্কে প্রার্তভ্রমণে বেরিয়ে ছিলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, যে দল ছেড়ে এমপি, এমএলএ, মন্ত্রীরা চলে যায়, সেই পার্টিটার আছে টা কী। তিনি আরও বলেন, একমাস পর এই পার্টিটার কিছু থাকবে না। তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অনেক এমএলএ আছে, জয়েন করবেন, সবে শুরু হয়েছে। মাস খানেকের মধ্যে আরও অনেক কিছু ঘটনা ঘটবে ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তৃণমূলের জরুরি বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, তৃণমূল সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে পুরোপুরি ফেল। পার্টিতে যে ডিজাস্টার শুরু হয়েছে, তা নিয়ে দিদি খুব ব্যস্ত। দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, দলের ডিজিস্টার নিয়ে মিটিং এখন প্রতি সপ্তাহে হবে। প্রতিদিনও হতে পারে।

বিজেপিকে ইমপোর্টেড পার্টি বলে কটাক্ষ
এব্যাপারে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূল মানুষের দল। মানুষের আন্দোলনের পাশে থাকেন তারা। তাই সেইদলকে ফেলা যায় না। বিজেপিকে নীতিহীন, আদর্শহীন বলেও কটাক্ষ করেন তিনি। সাধারণ মানুষ এই দলের ওপরে ভরসা করেন না বলেও মন্তব্য করেন তিনি। ফিরহাদ হাকিম আরও বলেন, অমিত শাহ আর মোদীর দলকে বাংলার মানুষ মেনে নেবেন না। এর কারণ হিসেবে তিনি বলেছেন বাংলার মানুষ দাঙ্গার রাজনীতিকে বিশ্বাস করেন না। এছাড়াও তিনি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, পাগলে কী না বলে, ছাগলে কী না খায়।

বাংলায় তৃণমূল ছিল, আছে, থাকবে
ফিরহাদ হাকিম বলেন, ঝাড়মুড়ির মতো তৃণমূল থেকে নেতা, কর্মীদের বিজেপিতে নেওয়া হচ্ছে। এভাবে অন্য দল থেকে লোক নিয়ে বিজেপি বাংলায় কিছু করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, বাংলার মানুষ শান্তি, প্রগতি ও উন্নয়নে বিশ্বাস করেন, গণতন্ত্রের পথে থাকেন। সেই কারণে বাংলায় তৃণমূল ছিল, আছে, থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, তৃণমূল সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের ফসল। দিলীপ ঘোষ যতই চেষ্টা করুন কিছুই করতে পারবেন না।

বাংলার মানুষ মমতাকে বিশ্বাস করে
এমাসের শুরুর দিকে অমিত শাহ বাংলায় এসেছিলেন। সেই সময় ফিরহাদ হাকিম বলেছিলেন, গুজরাত থেকে একটা মোটা শরীর আনলাম আর বাংলা জয় করলাম, তা হবে না। তাঁর দাবি মাংলার মানুষ মমতাকেই বিশ্বাস করেন।

বাংলা থেকে আরও পাঁচমন্ত্রী! একুশের আগে চটজলদি ভুল শুধরে নিতে চাইছে বিজেপি