For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল বিধায়ককে দলে আহ্বান দিলীপের! খারাপ সময়ের কথা বলে জল্পনা জিইয়ে রাখলেন একদা মুকুল ঘনিষ্ঠ নেতা

তৃণমূল বিধায়ককে দলের যোগ দেওয়ার আহ্বান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন কামারহাটিতে চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি নাম না করে তৃণমূলের বারাকপুরের বিধায়কের প্রতি আহ্বান

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল বিধায়ককে দলের যোগ দেওয়ার আহ্বান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন কামারহাটিতে চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি নাম না করে তৃণমূলের বারাকপুরের বিধায়কের প্রতি আহ্বান জানান। যদিও ওই বিধায়ক জানিয়েছেন আপাতত ওনার দলে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই।

পরপর ৩ দিন দাম কমার পর কলকাতায় বাড়ল সোনার দাম! রুপোর দর শনিবারে কত, একনজরেপরপর ৩ দিন দাম কমার পর কলকাতায় বাড়ল সোনার দাম! রুপোর দর শনিবারে কত, একনজরে

দিলীপ ঘোষের আহ্বান

দিলীপ ঘোষের আহ্বান

প্রতিদিন নিয়ম করে চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। এদিন যোগ দিয়েছিলেন তিনি। এদিন চায়ে পে চর্চা ছিল কামারহাটিতে। সেখান থেকে তিনি নাম না করে বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

শীলভদ্র দত্তের প্রতিক্রিয়া

শীলভদ্র দত্তের প্রতিক্রিয়া

শীলভদ্র দত্ত নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি তৃণমূলেই আছেন। দিলীপ ঘোষের মাথা খারাপ হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শীলভদ্র দত্ত বলেন, তাঁকে পছন্দ না হলেই ভাল হত। কেননা তিনি তৃণমূলে ভালই আছেন।

জিইয়ে রেখেছেন সম্ভাবনা

জিইয়ে রেখেছেন সম্ভাবনা

অনেক কিছু বলার পরেও বিজেপিতে যাওয়ার সম্ভাবনা খানিকটা হলেও জিইয়ে রেখেছেন তিনি। বলেছেন, যদি খারাপ সময় আসে তখন চিন্তা করা যাবে।

জল্পনা তৈরি হয়েছিল ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে

জল্পনা তৈরি হয়েছিল ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে

গত বছর লোকসভা নির্বাচনের পরেই জল্পনা ছড়ায় শীলভদ্র দত্তও দল ছাড়ছেন। যদিও সেই সময় তিনি ফেসবুক বার্তায় পরিষ্কার করে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকছেন তিনি।

২০১৫ সালে তৃণমূলে বিদ্রোহ করেছিলেন শীলভদ্র

২০১৫ সালে তৃণমূলে বিদ্রোহ করেছিলেন শীলভদ্র

বিদ্রোহ ভাবটা শীলভদ্র দত্তের মধ্যে রয়েছে। এই শীলভদ্র দত্তই বিদ্রোহ করেছিলেন ২০১৫ সালে। যার জেরে সেই সময় তাঁকে পরিষদীয় সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিধানসভা অধিবেশনে না থেকে তাঁকে দেখা গিয়েছিল দিল্লিতে মুকুল রায়ের পাশে। পরে অবশ্য তিনি তৃণমূলেই রয়ে যান।

English summary
Dilip Ghosh invites TMC MLA Silbhadra Dutta to join BJP from his Chai pe Charcha in Kamarhari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X