For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুকে গাছ পাকা আমের সঙ্গে তুলনা, দিলীপের তাৎপর্যপূর্ণ মন্তব্যে জল্পনা

শুভেন্দুকে গাছ পাকা আমের সঙ্গে তুলনায়, দিলীপের তাৎপর্যপূর্ণ মন্তব্যে জল্পনা

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে চা চক্রের আসরে গিয়ে রবিবার ইঙ্গিতপূর্ণ বিবৃতি দিলেন তিনি। এদিন শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের আগে দিলীপ ঘোষের বিবৃতি নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

গাছপাকা আমই ভালো, তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপের

গাছপাকা আমই ভালো, তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপের

দিলীপ ঘোষ তাৎপর্যপূর্ণ মন্তব্যে বলেন, অনেক আম পেকেছে তৃণমূলে। শুধু পাড়ার অপেক্ষা। গাছপাকা আমই ভালো। কারবাইডে পাকানো আম ভালো নয়। অর্থাৎ শুভেন্দুকে দলে নেওয়ার ব্যাপারে আরও অপেক্ষা করতে রাজি বিজেপি। কোনও তড়িঘড়ি তারা করতে চাইছেন না। শুভেন্দু কী বলেন, তা শুনবেন বলে জানান তিনি।

শুভেন্দু কী সিদ্ধান্ত নিতে চলেছেন, মমতাই জানেন না

শুভেন্দু কী সিদ্ধান্ত নিতে চলেছেন, মমতাই জানেন না

দিলীপ ঘোষ বলেন, শুভেন্দুবাবুই বলতে পারবেন তিনি কী করবেন। আমার পক্ষে বলা মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন না শুভেন্দুবাবু কী সিদ্ধান্ত নিতে চলেছেন। আমরা অপেক্ষা করব। আমরা তো সবসময়ই বলছি, আমাদের জন্য দুয়ার খোলা রয়েছে। শুভেন্দুবাবু কেন যিনি আসতে চাইবেন, আসতে পারেন।

বিজেপিতে দরজা ঢোকার জন্য, বেরনোর জন্য নয়

বিজেপিতে দরজা ঢোকার জন্য, বেরনোর জন্য নয়

দিলীপ ঘোষের কথায়, আমরা দরজা অনেক চওড়া করে রেখেছি। তবে তা ঢোকার জন্য। বেরনোর জন্য নয়। আমাদের দলে এলে কেউ বেরিয়ে যায় না। আমরা তাদের আপন করে নিই। শুভেন্দুর পাশাপাশি রাজীবের বক্তব্য নিয়েও বলেন, অনেকেই তো সরব হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। ওই দলটার আর অস্তিত্ব থাকবে না।

বাংলার রাজনৈতিক সমীকরণই পরিবর্তন হয়ে যাবে

বাংলার রাজনৈতিক সমীকরণই পরিবর্তন হয়ে যাবে

ডিসেম্বরের মধ্যেই তৃণমূলে ভাঙন ধরে যাবে। বাংলার পুরো রাজনৈতিক সমীকরণই পরিবর্তন হয়ে যাবে। শুধু অপেক্ষা করুন। তৃণমূলের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। দলটাই আর থাকবে না। দিলীপ ঘোষ এ প্রসঙ্গে ছোট্ট রসিকতাও করেন সংবাদিকদের সঙ্গে। বলেন, জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে। কিন্তু রোজই তো খবর হচ্ছে!

১০ বছরে প্রথম! সংঘ গড় নাগপুরে পরাজয়ের পর মোদী গড় বারাণসীতেও বড়সড় হার বিজেপির১০ বছরে প্রথম! সংঘ গড় নাগপুরে পরাজয়ের পর মোদী গড় বারাণসীতেও বড়সড় হার বিজেপির

English summary
Dilip Ghosh increases speculation about Subhendu Adhikari before his press conference
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X