For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে অনুকরণ করছেন দিলীপ! পিকে-কে চ্যালেঞ্জ দিতে গিয়ে বিজেপিতে ঘোর বিতর্ক

মমতার অনুকরণ করছেন দিলীপ! পিকে-কে চ্যালেঞ্জ দিতে গিয়ে বিজেপিতে ঘোর বিতর্ক

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিলীপ ঘোষ নিজেকে তুলে ধরতে চাইছেন। তাই তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর অনুকরণেই বিজেপিতে প্রচার পরিকল্পনা করেছেন তিনি। একইসঙ্গে তিনি তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন তাঁরা নয়া প্রচারাভিযানের মাধ্যমে। কিন্তু সেই প্রচার পরিকল্পনা দলের অন্দরে ঘোর বিতর্ক ডেকে এনেছে।

‘দিদিকে বলো’র অনুকরণে ‘দুর্নীতির বিরুদ্ধে দিলীপদা’

‘দিদিকে বলো’র অনুকরণে ‘দুর্নীতির বিরুদ্ধে দিলীপদা’

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ‘দিদিকে বলো' প্রচারে ঝড় তুলেছিল বাংলায়। প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত এই প্রচার পরিকল্পনাতে ভর করেই তৃণমূল লোকসভা নির্বাচনের ধাক্কা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছিল। এবার বিজেপি তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই কর্মসূচির অনুকরণেই রাজ্যে নতুন প্রচারাভিযানে নামতে চলেছেন। তার নাম ‘দুর্নীতির বিরুদ্ধে দিলীপদা'।

‘দুর্নীতির বিরুদ্ধে দিলীপদা’, বিতর্ক প্রচার-পরিকল্পনায়

‘দুর্নীতির বিরুদ্ধে দিলীপদা’, বিতর্ক প্রচার-পরিকল্পনায়

এই ঘোষণার পর প্রশ্ন উঠেছে, এই যে নতুন প্রচারাভিযান শুরু করল বিজেপি, সেটা কেন দিলীপ ঘোষের নামে? দিলীপ ঘোষ কি নিজের প্রচারের জন্য বাংলায় নতুন কর্মসূচি নিলেন? সম্প্রতি বিজেপি ‘দুর্নীতির বিরুদ্ধে দিলীপদা' নামে যে প্রচার কর্মসূচির সূচনা করেছে, সেই প্রচার পরিকল্পনা নিয়ে বিজেপির একাংশ সরব হয়েছেন।

তৃণমূলের বিরুদ্ধে ঝড় তুলতে ‘একা’ দিলীপ

তৃণমূলের বিরুদ্ধে ঝড় তুলতে ‘একা’ দিলীপ

এছাড়া তিনি আরও একটি প্রচার শুরু করতে চেয়েছিলেন ‘দিলীপদাকে বলো'। তা সেভাবে কার্যকর হয়নি। এবার ‘দুর্নীতির বিরুদ্ধে দিলীপদা' কর্মসূচিতে তিনি তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনার আহ্বান জানিয়েছেন। তা নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে ঝড় তুলতে চান তিনি।

নিজের নাম নিয়ে এমন প্রচার পরিকল্পনা কেন

নিজের নাম নিয়ে এমন প্রচার পরিকল্পনা কেন

বিজেপির এই নতুন প্রচার অভিযান শুরু হতে না হতেই নয়া বিতর্ক দানা বেঁধেছে। দলের কয়েকজন নেতা প্রশ্ন তুলে দিয়েছেন, দিলীপ ঘোষ দলের প্রচারের মাধ্যমে নিজের ইমেজ তৈরির চেষ্টা করছেন। নিতান্তই ব্যক্তিগত প্রচারের জন্য এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন তিনি। তা না হলে তিনি নিজের নাম নিয়ে এমন প্রচারাভিযান শুরু করবেন কেন?

ব্যক্তিগত কর্মসূচি নাকি! প্রশ্ন সহ সভাপতিদের

ব্যক্তিগত কর্মসূচি নাকি! প্রশ্ন সহ সভাপতিদের

দলের একজন সহ-সভাপতি বলেন, "দুর্নীতির বিরুদ্ধে লড়াই দলীয় কর্মসূচি। এটা কোনও ব্যক্তির কর্মসূচি হতে পারে না। এটি একটি পার্টির প্রোগ্রাম। কিন্তু এমনইভাবে বার্তা দেওয়া হয়েছে তাতে মনে হয়েছে- এটা ব্যক্তিগত প্রচার। দিলীপদা পার্টির সভাপতি এবং দলের স্বার্থে দলীয় প্রচার ও কর্মসূচি চালু করার অধিকার তাঁর রয়েছে। তবে এই ঘোষণায় অভিযানটি তাঁর ব্যক্তিগত কর্মসূচিই যেন প্রকট হয়েছে।

‘দুর্নীতির বিরুদ্ধে দিলীপদা’, প্রচারের মুখ নিয়ে বিতর্ক

‘দুর্নীতির বিরুদ্ধে দিলীপদা’, প্রচারের মুখ নিয়ে বিতর্ক

বুধবার বঙ্গ বিজেপি ‘দুর্নীতির বিরুদ্ধে দিলীপদা' প্রচার কার্যক্রমের সূচনা করে। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে বাংলায় এই বৃহত্তর প্রচারের মুখ হিসেবে দিলীপ ঘোষকে তুলে ধরে একপ্রকার স্পষ্ট করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের মুখ বিজেপি রাজ্য সভাপতিই। তারপরই বিতর্কের সূত্রপাত।

হেল্পলাইন এবং ইমেল আইডিও চালু দিলীপের

হেল্পলাইন এবং ইমেল আইডিও চালু দিলীপের

এই প্রচার ভিডিওতে ‘সততার প্রতীক' শব্দটি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করা হয়েছে। কেননা তৃণমূল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই শব্দবন্ধটি ব্যবহার করত। সেই শব্দবন্ধ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করা হয়েছে। এবং দুর্নীতির যে কোনও মামলা দায়ের করতে একটি হেল্পলাইন এবং একটি ইমেল আইডিও চালু করেছে।

বন্দুকের বাট দিয়ে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগবন্দুকের বাট দিয়ে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ

{quiz_300}

English summary
Dilip Ghosh imitates Mamata Banerjee in campaign plan to challenge Prashant Kishor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X