For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের তিন বহিরাগতের তথ্য দিলেন দিলীপ! কীভাবে মমতা হবেন প্রধানমন্ত্রী হদিশ বিজেপির রাজ্য সভাপতির

রাজ্য বিজেপিতে বহিরাগত প্রশ্নে কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ ( dilip ghosh)। এদিন তিনি তৃণমূলের তিন বহিরাগতের নাম উল্লেখ করেন। তিনি বলেন পাগলামি ছাড়াবে জনগণ। পাশাপাশি তিনি করণদিঘির সভা থেকে দাবি করেন, বিধানসভা নির্বাচ

  • |
Google Oneindia Bengali News

রাজ্য বিজেপিতে বহিরাগত প্রশ্নে কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ ( dilip ghosh)। এদিন তিনি তৃণমূলের তিন বহিরাগতের নাম উল্লেখ করেন। তিনি বলেন পাগলামি ছাড়াবে জনগণ। পাশাপাশি তিনি করণদিঘির সভা থেকে দাবি করেন, বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্য থেকে ২০০-র বেশি আসন পাবে।

নতুন স্লোগান বাঁধলেন দিলীপ ঘোষ! জানুয়ারিতেও ঘামবে তৃণমূল, বললেন বিজেপির রাজ্য সভাপতিনতুন স্লোগান বাঁধলেন দিলীপ ঘোষ! জানুয়ারিতেও ঘামবে তৃণমূল, বললেন বিজেপির রাজ্য সভাপতি

বিজেপিতে 'বহিরাগত', অভিযোগ তৃণমূলের

বিজেপিতে 'বহিরাগত', অভিযোগ তৃণমূলের

বিজেপিতে বহিরাগতদের নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে সরব। প্রসঙ্গত উল্লেখ্য কৈলাশ বিজয়বর্গীয় অনেকদিন ধরেই কেন্দ্রীয় পর্যবেক্ষকের কাজ করে যাচ্ছেন। এছাড়াও ক্ষমতায় থাকা রাজ্যগুলি থেকে সাংগঠনিক সম্পাদকদের এই রাজ্যের বিভিন্ন এলাকার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে অমিত মালব্যকে। অন্য রাজ্য থেকে বাংলায় ২৯৪ জনকে ২৯৪ টি আসনের জন্য দায়িত্ব দিয়ে পাঠানোর কথাও জানা গিয়েছে। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিষয়টি নিয়ে বলেছিলেন এতবড় নির্বাচনে লড়ার মতো অভিজ্ঞতা রাজ্যের নেতাদের নেই। তাই বাইরের রাজ্য থেকে সাহায্য করতে আসছেন নেতারা।

'বহিরাগত' প্রশান্ত কিশোর

'বহিরাগত' প্রশান্ত কিশোর

এদিন বহিরাগত প্রশ্নে দিলীপ ঘোষ তৃণমূলকে কড়া আক্রমণ করেছেন। তিনি বলেছেন, গতবছর লোকসভা নির্বাচনের পর দলের ভোট কুশলী হিসেবে প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে তৃণমূল। সেই প্রশান্ত কিশোর বিহারের বাসিন্দা। তিনি বহিরাগত। তৃণমূলেও কোনও কোনও জায়গায় বহিরাগত প্রশ্ন মাথা চাড়া দিয়েছে। পোস্টারও পড়েছে। তবে প্রশান্ত কিশোরের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা। তাঁরা বলছেন, কোনও ঠিকাদারি সংস্থাকে দিয়ে কাজ চালানো হলে ১০০ শতাংশ ক্ষতির সম্ভাবনা।

'বহিরাগত' শাহরুখ খান

'বহিরাগত' শাহরুখ খান

রাজ্য সরকার, তথা মমতা বন্দ্যোপাধ্যায় বলিউড অভিনেতা শাহরুখ খানকে অনেকদিন আগেই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে শাহরুখ খানের। যা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। সেই অর্থে শাহরুখ খান পশ্চিমবঙ্গের বাসিন্দা নন।

'বহিরাগত' অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী

'বহিরাগত' অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী

দিলীপ ঘোষ এদিন বলেন, তৃণমূলে যদি বহিরাগত বলতেই হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামও উল্লেখ করতে হয়। তিনি বলেন রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবি হলেও, তিনি সিঙ্গাপুরের নাগরিক ছিলেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ২০১০ সালের ৮ জানুয়ারি ব্যাঙ্ককের ভারতীয় দূতাবাস রুজিরা নারুলাকে পারসন অফ ইন্ডিয়ান অরিজিন কার্ড দেয়। এর পরেই তাঁর দেওয়া আবেদন পত্র অনুযায়ী ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ার মর্যাদা পান।

প্রধানমন্ত্রী হতে চাইছেন মমতা

প্রধানমন্ত্রী হতে চাইছেন মমতা

দিলীপ ঘোষ এদিন বলেন, দেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যের ৪২ টি আসন জিতলেও তা হওয়ার সম্ভাবনা নেই। তাই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন তিনি। বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দিয়ে তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন। সেই কারণে রাজ্যে রোহিঙ্গা কিংবা বাংলাদেশিরা অনুপ্রবেশকারীদের ওপরে ভর করেই এগোতে চাইছে তৃণমূল। তিনি বলেন, এই পাগলামি ছাড়িয়ে দেবে জনগণ।

English summary
Dilip Ghosh gives the name of three outsiders in Trinamool Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X