For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের তৃণমূলের ফেরা নিয়ে জল্পনা একুশের আগে! মোক্ষম জবাব দিলেন দিলীপ

মুকুল রায়কে নিয়ে জল্পনার শেষ নেই। প্রতিদিনই একটা না একটা ইস্যুতে মুকুল রায়কে নিয়ে জল্পনা তৈরি হচ্ছে।

Google Oneindia Bengali News

মুকুল রায়কে নিয়ে জল্পনার শেষ নেই। প্রতিদিনই একটা না একটা ইস্যুতে মুকুল রায়কে নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। আর সেই জল্পনা যেমন মুকুল রায় সমূলে উড়িয়ে দিচ্ছেন, তেমনই দিলীপ ঘোষও উৎখাত করলেন যাবতীয় জল্পনা-কল্পনা। মুকুল রায়কে নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তাঁর ভবিষ্যৎও জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মুকুলদা বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন

মুকুলদা বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন

দিলীপের কথায়, মুকুলদাকে সার্টিফিকেট দেওয়ার মতো আমি কেউ নই। তবে আমি এটুকু বলতে পারি, মুকুলদা বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন। উনিও তো সেই কথাই বলেছেন। মুকুলদা সাংবাদিক বৈঠক করেও জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপি আছেন, বিজেপিতেই থাকবেন। কারও সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই।

রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য রটনা

রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য রটনা

দিলীপ ঘোষ বলেন, কেউ কেউ নানা কথা বলছেন। তাঁরা রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য এইসব করছেন। কিন্তু কোনও লাভ হবে না। দিলীপ ঘোষ আগেও জানিয়েছিলেন, বিজেপিতে কারও সঙ্গে কোনও মতানৈক্য নেই। বিজেপি একটা পার্টি নয়, বিজেপি হল একটা পরিবার। বিজেপিতে সবাই সেভাবেই থাকেন।

মুকুল রায় প্রসঙ্গ ছাড়াও অকপট জবাব দিলীপের

মুকুল রায় প্রসঙ্গ ছাড়াও অকপট জবাব দিলীপের

দিলীপ ঘোষের সঙ্গে শুধু মুকুল রায়ের মতানৈক্য নিয়ে বিতর্ক তৈরি হয়নি, বঙ্গ বিজেপির একাংশ নেতৃত্ব নিয়ে সরব হয়েছিল। সে প্রসঙ্গেও জবাব দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। সবাইকে কাজ দিয়েছি। সবাই কাজ করতে পারেন না নতুবা কাজ করতে চান না।

একলা পরিবর্তনের বার্তার পর দিল্লিতে দিলীপ

একলা পরিবর্তনের বার্তার পর দিল্লিতে দিলীপ

উল্লেখ্য, দিলীপ ঘোষ বলেছিলেন, যে সামনে আসবে তার বুকে পা দিয়ে রাজনীতি করবেন তিনি। আর হুঙ্কার ছেড়েছিলেন, বাংলায় পরিবর্তন দিলীপ ঘোষ একা করতে পারবেন। কারও যদি আত্মবিশ্বাস না থাকে, বিশ্বাস না থাকে, তাঁরা বাড়িতে বসে থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী হলে মিষ্টি খেয়ে যাবেন। দিলীপের এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধে।

নাড্ডার তলব কেন, জবাব দিলীপের

নাড্ডার তলব কেন, জবাব দিলীপের

এরপরই নাড্ডা তলব করেন তাঁকে। তবে দিলীপ ঘোষ নিজে জানিয়েছেন, নাড্ডাজি তলব করেননি। আমরা ওনার সময় চেয়েছিলাম। উনি জানিয়েছিলেন আমার সময়মতো আসতে। সেইমতো নাড্ডাজির সময় চেয়ে আমি এসেছি। এদিনই দেখা করব। আসন্ন ভোট নিয়ে আলোচনাও হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

রাজ্য বিজেপিতে স্বার্থহানির অভিযোগ নিয়ে জবাব দিলেন দিলীপ ঘোষ! উঠে এল মুকুলদার কথারাজ্য বিজেপিতে স্বার্থহানির অভিযোগ নিয়ে জবাব দিলেন দিলীপ ঘোষ! উঠে এল মুকুলদার কথা

English summary
Dilip Ghosh gives reaction about Mukul Roy’s speculation to return in TMC before 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X