For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশের সংখ্যালঘুরা সবাই আবেদন করুন, দিদিমণির চক্করে পড়বেন না! বার্তা দিলীপ ঘোষের

বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের অভয় দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার হাওড়ায় নাগরিক আইনের সমর্থনে এক জনসভা থেকে তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা প্রত্যেককে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের অভয় দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার হাওড়ায় নাগরিক আইনের সমর্থনে এক জনসভা থেকে তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা প্রত্যেককে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। তিনি বলেন, আধার কার্ড, ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। পাসপোর্টের জন্য আবেদন করলেই বুঝবেন আপনার আবেদন গ্রহণ করা হচ্ছে না।

দিদিমণির চক্করে পড়বেন না

দিদিমণির চক্করে পড়বেন না

অভিনন্দন যাত্রায় বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ থেকে আসা প্রত্যেক মানুষকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। ফর্ম ফিলাপ করতে হবে। দিদিমণির চক্করে পড়বেন না। দিদিমণি বলছেন আপনারা ফর্ম ফিলাপ করবেন না। এভাবে বাঙালিকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে।

মুখের কথাই প্রামাণ্য দলিল

মুখের কথাই প্রামাণ্য দলিল

দিলীপ ঘোষ সাবধান করে বলসেন, মোদিজি তিন-চার মাস সময় দেবেন। তার মধ্যে সবাই ফর্ম ফিলাম করে আবেদন করুন। এজন্য কোনও নথিপত্র লাগবে না। আপনি শুধু বলে দেবেন আমি অমুক তারিখে ভারতে এসেছি। আপনার বাবার নাম আর ঠিকানা জানাবেন। এটাই প্রামাণ্য দলিল।

যাদের মা-বাপের ঠিক নেই তাঁদেরই চিন্তা

যাদের মা-বাপের ঠিক নেই তাঁদেরই চিন্তা

দিলীপ ঘোষ বলেন, কে কোন সালে এসেছেন তার ঠিক তারিখটা লিখবেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা সবাই নাগরিকত্ব দেওয়া হবে। এ জন্য কোনও মা-বাপের জন্ম তারিখ লাগবে না। যাদের মা-বাপের ঠিক নেই তাঁদেরই চিন্তা। তাঁরাই লোককে ভুল বোঝাচ্ছে।

English summary
Dilip Ghosh gives message to Bangladeshi minorities to get citizenship. He says Mamata Banerjee misleads you
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X