For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল-বিতর্কের রেশ টেনে 'একা' পরিবর্তনের কাণ্ডারি দিলীপ ঘোষ! জল্পনা একুশের ভোটের আগে

দিলীপ ঘোষ একাই পরিবর্তন করতে পারে! মুকুল-বিতর্কের রেশ টেনে কড়া বার্তা

Google Oneindia Bengali News

'দলের মধ্যে কোনও বিভেদ-বিভাজন নেই। আমরা সবাই এক।' বঙ্গ বিজেপিতে একতার বার্তা দিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গর্বের সঙ্গে বললেন, বাংলায় পরিবর্তন একা দিলীপ ঘোষই করতে পারবে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপির পক্ষ থেকে পরিবর্তনের আওয়াজ তুললেন। একইসঙ্গে নিজের দল বিজেপিকেও দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা।

আমি একাই পরিবর্তন করতে পারি, বললেন দিলীপ

আমি একাই পরিবর্তন করতে পারি, বললেন দিলীপ

দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে পরিবর্তনের আওয়াজ তুলে বলেন, আমি একাই পরিবর্তন করতে পারি। সেই আত্মবিশ্বাস আমার আছে। আর কারও যদি সেই আত্মবিশ্বাস না থাকে, তিনি ঘরে বসে থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী হলে মিষ্টি খেতে আসবেন। এই কথাতেই তিনি একইসঙ্গে শাসক তৃণমূলকে এবং নিজের দল বিজেপিকেও বার্তা দিলেন।

পার্টি ছেড়ে চলে যাচ্ছেন! সহজ নয় মনোবল ভাঙা

পার্টি ছেড়ে চলে যাচ্ছেন! সহজ নয় মনোবল ভাঙা

এদিন দিলীপ ঘোষ বলেন, অনেক সংবাদমাধ্যম বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। আমাদের অনেক নেতা নাকি পার্টি ছেড়ে চলে যাচ্ছেন। আসলে ভয় পেয়ে এসব করছে তৃণমূল। অপপ্রচার চালিয়ে আমাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এত সহজ নয় আমাদের মনোবল ভেঙে দেওয়া।

বিজেপি শুধু একটা পার্টি নয়, একটা পরিবার

বিজেপি শুধু একটা পার্টি নয়, একটা পরিবার

দিলীপ ঘোষের কথায়, বিজেপি শুধু একটা পার্টি নয়, বিজেপি একটা পরিবার। আমরা সবাই এক। আমরা সমাজের কাছে দায়বব্ধ। তাই আমরা এক হয়ে পার্টি করি। বিজেপিতে কোনও বিভেদ হলে আমরা তা মিটিয়ে নিই। কেননা আমরা নিজেদের একটা পরিবারের সদস্য মনে করি।

বিজেপির মধ্যে কোনও বিভেদ বিভাজন নেই

বিজেপির মধ্যে কোনও বিভেদ বিভাজন নেই

তাঁর কড়া বার্তা, আমাদের মধ্যে কোনও বিভেদ বিভাজন নেই। দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না। বিজেপিকে আটকানোর জন্য অনেক রকম চেষ্টা করা হচ্ছে। তবু বিজেপি ঠিক এগিয়ে যাবে। সরকারিবিরোধী কথা বললেই টার্গেট হতে হচ্ছে। তবু আমরা এগোচ্ছি। রাজ্যপাল তাঁর দায়িত্ব পালন করছেন। আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তাঁর প্রতি।

প্রস্তুতি বৈঠক ছিল, কোনও সিদ্ধান্ত হয়নি

প্রস্তুতি বৈঠক ছিল, কোনও সিদ্ধান্ত হয়নি

এদিন দিল্লির প্রস্তুতি বৈঠক প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, মিডিয়া মনগড়া সব গল্প বানা্চ্ছে। কোনও রিপোর্ট পেশ করা হয়নি। কেননা ওটা একটা প্রস্তুতি বৈঠক ছিল। কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি ওই বৈঠকে। জেলার সভাপতিদের মত নিয়ে একটা প্রচার পরিকল্পনা তৈরির প্রস্তুতিতেই ওই বৈঠক। ১৪৪টি বিধানসভা নিয়ে আলোচনা হয়েছে।

ভুল বুঝিয়ে বিভ্রান্তি, প্রতিরোধ করেই এগোব

ভুল বুঝিয়ে বিভ্রান্তি, প্রতিরোধ করেই এগোব

দিলীপের সাফ বার্তা, বিজেপির সমান কেউ হতে পারবে না। বিজেপি সবার থেকে আলাদা। আর আমরা মানুষের আশীর্বাদ নিয়েই এবার জিতব। মিডিয়ার দয়ায় আমরা আগে জিতিনি। তাই মিডিয়া মিডিয়ার কাজ করুক। আমাদের হাজার হাজার কর্মী জেলে আছে, বেলে আছে, ঘরছাড়া আছে। নেতাদের চরিত্রহরণ করা হচ্ছে। ভুল বুঝিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব প্রতিরোধ করেই এগোব।

‘বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি’

‘বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি’

এদিন তাঁকে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষ কি পদত্যাগ করতে চেয়েছিল? তার উত্তরে তিনি বলেন, দিলীপ ঘোষ যদি পতদ্যাগ করত আর কেউ থাকত না দলে। বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি। যে সামনে আসবে তাঁর বুকে পা দিয়েই রাজনীতি করব। এ প্রসঙ্গেই তিনি বলেন, আমি একাই পরিবর্তন করতে পারি। সেই আত্মবিশ্বাস আমার আছে।

'দুর্নীতি গোপন করলে বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে', মমতা সরকারকে টুইটে বিঁধলেন ধনখড়'দুর্নীতি গোপন করলে বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে', মমতা সরকারকে টুইটে বিঁধলেন ধনখড়

English summary
BJP state president Dilip Ghosh gives message he can change in West Bengal lonely in 2021. He says this explanation after Delhi meeting dispute. He says there is no difference,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X