For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাকে সবথেকে বড় ডাকাত তকমা দিলেন দিলীপ, সব বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

কে বড় ডাকাত তা নিয়েও বিজেপিতে মতোবিরোধী। শুভেন্দু অধিকারী প্রতিদিন বড় ডাকাতকে গ্রেফতার নিয়ে একরকম কথা বলছেন, আর দিলীপ ঘোষ বড় ডাকাত হিসেবে বেছে নিচ্ছেন অন্য কাউকে। তার জন্য হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনিও।

  • |
Google Oneindia Bengali News

কে বড় ডাকাত তা নিয়েও বিজেপিতে মতোবিরোধী। শুভেন্দু অধিকারী প্রতিদিন বড় ডাকাতকে গ্রেফতার নিয়ে একরকম কথা বলছেন, আর দিলীপ ঘোষ বড় ডাকাত হিসেবে বেছে নিচ্ছেন অন্য কাউকে। তার জন্য হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনিও। সব বিডিও অফিস ঘেরাও করার ডাক দিলেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, রাজ্যের পঞ্চায়েতগুলো হল তোরেদের আখড়া আর বিডিও অফিস হল ঘুঘুর বাসা। এখান থেকেই দুর্নীতি তৈরি হয়। এই মর্মেই তিনি বলেন, বিডিও-রা হলেন সবথেকে বড় ডাকাত। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে এবার সরাসরি বিডিও-দের দিকে সরাসরি আঙুল তুললেন দিলীপ ঘোষ।

কাকে সবথেকে বড় ডাকাত তকমা দিলীপের, বিডিও অফিস ঘেরাওয়ের ডাক

সম্প্রতি আবাস যোজনায় কারচুপির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। জনস্বার্থ মামলা দায়ের করেছেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা। উপযুক্ত তদন্ত চেয়ে তিনি মামলা দায়ের করেছেন। এমনকী তিনি টাকা বিতরণের উপর স্থগিতাদের দেওয়ার আর্জিও জানিয়েছেন।

এই অবস্থায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আবার প্রশ্ন তুলে দিলেন, বিডিওরাই আসন কালপ্রিট। তারাই বড় ডাকাত। সমস্ত বিডিও অফিসগুলো ঘুঘুর বাসা হয়ে গিয়েছে। তাই এই আবাস দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্র করতে তিনি বিডিও অফিসকে টার্গেট করতে বলেছেন।

দিলীপ ঘোষ ঘোষণা করেছেন, বিডিও অফিসগুলো ঘেরাও করতে হবে। বিডিওদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। গোটা রাজ্যজুড়ে বিজেপিকে বিডিও অফিস ঘেরাও অভিযানে নামতে বলে হুঙ্কার ছাড়েন দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যের ঘুঘুর বাসাগুলো ভাঙতে হবে। না হলে দুর্নীতির অবসান হবে না।

দিলীপ ঘোষ শুধু বিডিওদের দিকে আঙুল তুলেই ক্ষান্ত হননি। তিনি পরিষ্কার বলেন, সন্ধে হলেই তৃণমূল নেতাদের সঙ্গে বিডিও-রা বাটোয়ারা করে। বাংলার সব বিডিও ঘেরাও করে এর জবাব চাইবে বিজেপি। এদিকে আবাস দুর্নীতির তদন্তে সিবিআই দাবি করেছেন বিজেপির আর এক সাসংদ সুভাষ সরকার।

তাঁর কথায়, শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকেও বড় দুর্নীতি হল আবাস যোজনা। এ জন্যই মানুষ এবার সিবিআই দাবি করবে। মানুষ যা চাইবে আমাদেরও চাই চাইতে হবে। মানুষের কথা বলতে হবে। মানুষের জন্য লড়াই করতে হবে। দিলীপ ঘোষ ছাড়াও বিডিও-দের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তালডাংরার তৃণমূল বিধায়কও। এক্ষেত্রে মিলে গেল বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়কের বার্তা। তৃণমূল বিধায়ক বলেছিলেন, যাঁরা গরিব ঘর পাক, কিন্ত কোনও দোতলা বাড়ির মালিক যদি টাকা পায়, তাহলে সেই বিডিও-র চাকরি থাকবে না।

English summary
Dilip Ghosh gives massage to BDO as big robber and calls to agitate BDO office in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X