For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির আদি নেতাদের বিদ্রোহ প্রশমনে সঙ্ঘ-শিক্ষার তিন মন্ত্র বিলোলেন দিলীপ

বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই পর্বে দলের অন্দরে ক্ষোভ বেড়েছে। তা নিয়ে রীতিমতো বিরক্ত রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। টিকিট না পায়ে দলের আদি নেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই পর্বে দলের অন্দরে ক্ষোভ বেড়েছে। তা নিয়ে রীতিমতো বিরক্ত রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। টিকিট না পায়ে দলের আদি নেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি তাঁর সঙ্ঘ-শিক্ষার তিনমন্ত্র বিলোলেন বিক্ষুব্ধ নেতা-কর্মীদের উদ্দেশ্যে।

সঙ্ঘ-শিক্ষার তিন মন্ত্র দিলেন দিলীপ

সঙ্ঘ-শিক্ষার তিন মন্ত্র দিলেন দিলীপ

দিলীপ ঘোষ মনে করেন, সঙ্ঘ-শিক্ষার তিন মন্ত্র দলের মধ্যে একতা আনতে পারে। আদি-নব্য দ্বন্দ্ব ভুলে বৃহত্তর স্বার্থে কাজ করাতে পারে কাঁধে কাঁধ মিলিয়ে। সেই চেষ্টাই বিজেপির রাজ্য সভাপতি করছেন। তার জন্য তিনি বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়ায় তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সঙ্ঘের তিন মন্ত্র মেনে চলতে।

নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট

নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট

তিনি বলেন, সঙ্ঘ-শিক্ষার তিন মন্ত্র হল- প্রথমে রাষ্ট্র তারপরে দল এবং সবশেষে ব্যক্তি। ইংরেজিতে তিনি লিখেছেন নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। এই তিন মন্ত্র তিনি দলীয় কর্মী-নেতাদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এবং তা মেনে চলার আর্জি জানিয়েছেন।

সঙ্ঘের শিক্ষায় শিক্ষিত দিলীপ দিলেন বার্তা

সঙ্ঘের শিক্ষায় শিক্ষিত দিলীপ দিলেন বার্তা

এককালে সঙ্ঘের প্রচারক ছিলেন দিলীপ ঘোষ। তিনি নিজে বিশ্বাস করেন সঙ্ঘের নীতি। সঙ্ঘের শিক্ষায় শিক্ষিত দিলীপ ঘোষ তাই বিধানসভা ভোটের আগে সেই নীতিকথাই দলের বিক্ষুব্ধদের শোনালেন। দিলীপ ঘনিষ্ঠদের কথায়, দিলীপ ঘোষ এই নীতি শুধু সংগঠনের দিক থেকে নয়, আধ্যাত্মিক কারণেও বিশ্বাস করেন।

তত্ত্বকথায় নিজের উদাহারণ তুলে ধরলেন দিলীপ

তত্ত্বকথায় নিজের উদাহারণ তুলে ধরলেন দিলীপ

আরএসএসের শিক্ষা অনুযায়ী, সত্ত্ব গুণ রাষ্ট্র বা দেশকে ভালোবাসা, রজঃ গুণ হল সংগঠনের হয়ে লড়াই করা। সর্বস্ব সমর্পণ করা। আর সবথেকে নিকৃষ্ট হল তমঃ গুণ। অর্থাৎ নিজের কথা ভাবা। এখন বিজেপির নেতারা সেই ব্যক্তিস্বার্থের কথা চিন্তা করছেন। তাই এত দ্বন্দ্ব, এত ভেদাভেদ। তিনি এই তত্ত্বকথায় নিজের উদাহারণই তুলে ধরলেন। কেননা এবার তিনি প্রার্থী নন, তিনি পথে পথে প্রচারেই ব্যস্ত দলকে জেতানোর জন্য দেশের ভালো চেয়ে।

English summary
Dilip Ghosh gives mantras of RSS to stop BJP’s clash before West Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X