For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ বঙ্গ বিজেপি থেকে দূরে বড় দায়িত্ব পেলেন মিশন ২৪-এ, উত্থানেও উঠছে প্রশ্ন

দিলীপের বঙ্গ বিজেপি থেকে দূরে বড় দায়িত্ব পেলেন মিশন ২৪-এ, উত্থানেও উঠছে প্রশ্ন

Google Oneindia Bengali News

২০২১-এর নির্বাচনের পর দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে অপসারিত হন। রাজ্য সভাপতির পরিবর্তে তাঁকে দেওয়া হয় সর্বভারতীয় সহ সভাপতির পদ। এবার তিনি পেলেন ভি্ন রাজ্যের দায়িত্ব। আটটি রাজ্যের দায়িত্ব দেওয়া হল বাংলার দিলীপ ঘোষকে। প্রদেশ থেকে সর্বভারতীয় ক্ষেত্রে দিলীপ ঘোষের সফল উত্থান হল।

ভিনরাজ্যে কী দায়িত্ব পাচ্ছেন দিলীপ ঘোষ

ভিনরাজ্যে কী দায়িত্ব পাচ্ছেন দিলীপ ঘোষ

বাংলা ছেড়ে অন্য আট রাজ্যে বড় ক্ষমতা নিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। কী দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে? এবার বাংলার বাইরে আট রাজ্যে তিনি বুথ কমিটি গড়ার দায়িত্ব নিয়ে যাচ্ছেন। ২০২৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে গোটা দেশেই বুথ শক্তিকরণ অভিযানে নামছে বিজেপি। সেই অভিযানেই দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে বড় দায়িত্ব।

কোন কোন রাজ্যের দায়িত্বে বাংলার দিলীপ

কোন কোন রাজ্যের দায়িত্বে বাংলার দিলীপ

পূর্ব ভারতের তিন রাজ্যে ও উত্তর-পূর্ব ভারতের চার রাজ্য ছাড়াও আন্দমামানের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ পাচ্ছেন পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার দায়িত্ব। আর উত্তর-পূর্ব ভারতের মণিপুর, মেঘালয়, অসম ও ত্রিপুরা রাজ্যে দায়িত্ব দেওয়ার হচ্ছে তাঁকে। এই আট রাজ্যে তিন বুথ স্তরের সংগঠন বৃদ্ধির কাজ করবেন।

দিলীপকে দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে রাজ্যে রাজ্যে

দিলীপকে দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে রাজ্যে রাজ্যে

২০২১ সাল পর্যন্ত তিনি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। সেইসঙ্গে তিনি বর্তমানে সাংসদও। ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁকে সর্বভারতীয় সহ সভাপতি করা হয়। কিন্তু সর্বভারতী. সহ সভাপতি করা হলেও তাঁকে নির্দিষ্ট করে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। এই প্রথম তাঁকে নির্দিষ্ট করে কোনও দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে রাজ্যে রাজ্যে।

বাংলা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে দিলীপকে?

বাংলা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে দিলীপকে?

এতদিন দিলীপ ঘোষ সর্বভারতীয় সভাপতি হলেও তিনি তাঁর নিজের মতো করে রাজ্যে কাজ করছিলেন। তাঁর জায়গায় রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে আসেন তরুণ নেতা সুকান্ত মজুমদার। কিন্তু সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে তিনি ইতিমধ্যেই বিতর্ক তৈরি করে দেন। শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর সম্পর্ক মধুর ছিল না। ফলে দূরত্ব বাড়ছিল বঙ্গ বিজেপির সঙ্গে। প্রশ্ন উঠছে, তাই কি বাংলা থেকে তাঁকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে?

অমিত শাহের বঙ্গ সফরে গুরুত্ব পাননি সেভাবে

অমিত শাহের বঙ্গ সফরে গুরুত্ব পাননি সেভাবে

কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিলীপকে নিয়ে বিরূপ বার্তা গিয়েছিল। এবার অমিত শাহ বাংলায় এসে শুভেন্দু-সুকান্তদের গুরুত্ব দিলেও দিলীপ ঘোষকে সেভাবে গুরুত্ব দেননি। অমিত শাহের সমস্ত কর্মসূচিতে শুভেন্দু-সুকান্তরা থাকলেও দিলীপ ঘোষকে দেখা যায়নি সর্বত্র। এই পরিস্থিতিতে দিলীপকে আট রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা একটিদেক তাঁর উত্থান, অন্যদিকে তাঁকে বাংলা থেকে সরিয়ে দেওয়া।

বাংলার সংগঠনে কি অভিজ্ঞ দিলীপকে কাজে লাগাবে?

বাংলার সংগঠনে কি অভিজ্ঞ দিলীপকে কাজে লাগাবে?

রাজ্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দিলীপ ঘোষকে আট রাজ্যের জন্য বেছে নেওয়া হয়েছে যোগ্যতার নিরিখে। বিজেপিতে অনেক সহ সভাপতি রয়েছে। তাঁদের মধ্যে থেকে দিলীপ ঘোষকে বেছে নেওয়া হয়েছে। তিনি যোগত্যার মাপকাঠিতে নতুন দায়িত্ব নিচ্ছেন ২০২৪ নির্বাচনের প্রাক্কালে এক বৃহত্তর দায়িত্বে। দিলীপ অনুগামীদের দাবি, আট রাজ্যের দায়িত্ব দিলেও বাংলার সংগঠনেও তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাবে বিজেপি।

ভোট শিলিগুড়ি মহকুমা পরিষদে, নজরে খুন হওয়া তপন-অনুপমের ওয়ার্ডগুলি ভোট শিলিগুড়ি মহকুমা পরিষদে, নজরে খুন হওয়া তপন-অনুপমের ওয়ার্ডগুলি

English summary
Dilip Ghosh gets big responsibility for eight states out of West Bengal as vice president of BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X