For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল থেকে আসা নেতারা কেন বিজেপি ছাড়ছেন! গোপন কথা ফাঁস করলেন দিলীপ

লোকসভা ভোট মিটতেই বিজেপিতে যোগ দেন একের পর এক তাবড় তৃণমূল নেতা থেকে নিচু তলার কর্মীরা।

Google Oneindia Bengali News

লোকসভা ভোট মিটতেই বিজেপিতে যোগ দেন একের পর এক তাবড় তৃণমূল নেতা থেকে নিচু তলার কর্মীরা। দিল্লিতে গেরুয়া শিবিরের সদর দফতরে বসে কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দেন, সাত দফা ভোটের মতো করে সাতটি আলাদা দফায় বিজেপিতে প্রবেশ করতে চলেছেন বাংলার তাবড় বিজেপি নেতারা। এমন 'ট্রেন্ডে' বাংলার রাজনীতি কয়েকদিন চলার পরই, ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে হাওয়া। বাংলরা রাজনীতি এবার দেখতে শুরু করেছে নতুন ছবি। তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁরা ফের আবার তৃণমূল শিবিরেই ফিরে যাচ্ছেন। কেন এমন হচ্ছে! জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ কী বললেন?

দিলীপ ঘোষ কী বললেন?

শিলিগুড়িতে এক দলীয় সভায় যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, 'রাজ্যে বর্তমানে অচলাবস্থা চলছে। রাজ্য সরকার কী করতে চাইছে, আর কার হয়ে কাজ করতে চাইছে, তা স্পষ্ট নয়। এই অবস্থায় কাটমানির অভিযোগ উঠছে অনেক ক্ষেত্রে, অনেকেই কাটমানির ভয়ে বিডেপিতে এসেছিলেন। কিন্তু প্রশাসনিক ভয়ে আবার ফিরে যাচ্ছেন।'

দিলীপের ইঙ্গিত কোন দিকে!

দিলীপের ইঙ্গিত কোন দিকে!

একটা সময় দিলীপ ঘোষ বারবার বলেছিলেন , যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চাইছেন, তাঁদের কাটমানি ফেরত দিয়ে আসতে হবে। বহুবার বিবিন্ন ইস্যুতে কাটমানি নিয়ে তৃণমূল কে খোঁচা দেওয়ার পক, দলবদলের ট্রেন্ড সম্পর্কেও সেই কাটমানি ইস্যুকেই দায়ী করলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, তৃণমূলের অনেক নতাই কাটমানির দায় থেকে পিছু ছাড়িয়ে বিজেপিতে আসতে চাইলেও,পুলিশ প্রশাসনের কাছে ভয়ে আবার বিজেপিতে ফিরে যাচ্ছেন।

তৃণমূলের দিকে ঝুঁকছে রাজ্যে!

তৃণমূলের দিকে ঝুঁকছে রাজ্যে!

গত কয়েকমাসে বাংলার রাজনীতিতে একাধিকবার পালাবাদল হতে দেখা গিয়েছে। অর্জুন সিংয়, শুভ্রাংশু রায়ের গড় কাঁচড়াপাড়া, হালিশহরের মতো এলাকায় পুরসভার দখল নিতে দেখা গিয়েছিল বিজেপিকে। তরে তার কয়েক সপ্তাহের মধ্যেই ববি হাকিমের উপস্থিতিতে বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলারদের ঘরে ফিরিয়ে নিয়েছে ঘাসফুল শিবির। ফলে ফের একবার দুটি পুরসভার দখল নিজের হাতে রেখেছে তৃণমূল কংগ্রেস।

[আরও পড়ুন: বিরোধী দলের নেতাদের আর বিজেপিতে চান না দিলীপ ঘোষ, স্টান্স বদল বিজেপি রাজ্য সভাপতির ][আরও পড়ুন: বিরোধী দলের নেতাদের আর বিজেপিতে চান না দিলীপ ঘোষ, স্টান্স বদল বিজেপি রাজ্য সভাপতির ]

<span class=[আরও পড়ুন: হাসপাতাল থেকেই ম্যাজিক! অনুব্রত গড়ে পঞ্চায়েত পুনর্দখল, ৮০০ কর্মী ফের তৃণমূলে]" title="[আরও পড়ুন: হাসপাতাল থেকেই ম্যাজিক! অনুব্রত গড়ে পঞ্চায়েত পুনর্দখল, ৮০০ কর্মী ফের তৃণমূলে]" />[আরও পড়ুন: হাসপাতাল থেকেই ম্যাজিক! অনুব্রত গড়ে পঞ্চায়েত পুনর্দখল, ৮০০ কর্মী ফের তৃণমূলে]

English summary
Dilip Ghosh Explains why workers from TMC came to BJP and now leaving .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X