For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকা কামাতে না পেরে বিজেপি থেকে তৃণমূলে ফিরছে দলত্যাগীরা, সোজাসাপ্টা আক্রমণ দিলীপের

লোকসভা নির্বাচনের পর বনগাঁ, হালিশহর সহ একাধিক পুরসভার কাউন্সিলরদের দল পরিবর্তনে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের পর বনগাঁ, হালিশহর সহ একাধিক পুরসভার কাউন্সিলরদের দল পরিবর্তনে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। একের পর এক পুরসভাও হারাতে বসে ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু দিন কয়েক যেতে না যেতে ই সেই দল বদলানো কাউন্সিলররা আবার দলে ফিরতে শুরু করেছে। মঙ্গলবার বারাসাতে সদস্য সংগ্রহ কর্মসূচিতে এসে সেই দল ত্যাগী কাউন্সিলরদের এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপের তোপ

দিলীপের তোপ

এদিন দলত্যাগী কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, 'টাকা কামাতে পারছে না বলে কাউন্সিলররা তৃণমূল থেকে বিজেপিতে এসেও আবার তারা ফিরে যাচ্ছেন।' তিনি আরও বলেন, 'যে কাউন্সিলররা তৃণমূল থেকে আমাদের দলে এসেছিলেন, তাঁরা এখানে টাকা কামাতে পারছেন না। ক্ষমতাও ভোগ করতে পারছেন না। তাই তারা ক্ষমতা ও টাকা কামানোর জন্য আবার তৃণমূলে ফিরে যাচ্ছেন।' তারপরই মেদিনীপুরের বিজেপি সাংসদের মন্তব্য, 'বিজেপিতে আসার জন্য লাইন লেগে গিয়েছে। আমরা এখন থেকে বেছে বেছে দলে নেব।'

দুর্গাপুজোয় চিটফান্ডের টাকা

দুর্গাপুজোয় চিটফান্ডের টাকা

এমনই বিতর্কিত মন্তব্যের পাশাপাশি দুর্গাপুজোয় আয়কর নোটিস ধরানো প্রসঙ্গে তিনি আরও দাবি করে, 'দুর্গাপুজোয় চিটফান্ডের টাকা ছিল। তাই, সেই সব ক্লাবকে আয়কর নোটিস ধরানো হয়েছে। কিন্তু পুজোয় কোনও বাধা দেওয়া হবে না। আয়কর নোটিস নিয়ে সব চেয়ে বেশি চিৎকার করছেন দিদি। তার অর্থ ডাল মে কুছ কি কালা হ্যায়?'

বিজেপির বৈঠক

বিজেপির বৈঠক

এদিন বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হাজির ছিলেন বাগদার বিধায়ক দুলাল বর, বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়-সহ অন্যরা। সেখানে কর্মীদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকও করেন দিলীপ।

English summary
Dilip Ghosh explains why TMC leaders returning from BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X