For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি যাত্রার কারণ ব্যাখ্যা! বিজেপিকে কেন ভোট দেবেন বাংলার মানুষ, বললেন দিলীপ

দিল্লি যাত্রার কারণ ব্যাখ্যা! বিজেপিকে কেন ভোট দেবেন বাংলার মানুষ, বললেন দিলীপ

  • |
Google Oneindia Bengali News

অমিত শাহের (amit shah) রাজ্য সফরে ধামাকা হয়ে গিয়েছে। এদিন সাংগঠনিক বৈঠকে দিল্লি যাওয়ার আগে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কাজ কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করে, আগামী দিনের কাজের রূপরেখা তৈরি করতেই সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ (dilip ghosh)।

কেন দিল্লি যাত্রা ব্যাখ্যা করলেন দিলীপ

কেন দিল্লি যাত্রা ব্যাখ্যা করলেন দিলীপ

বিজেপির রাজ্য সভাপতি এদিন বলেছেন, দিল্লি থেকে নেতারা এসেছিলেন। রিপোর্টিংও নিয়মিত হয়ে থাকে। যে কাজ উনারা দিয়ে গিয়েছেন, সেটা কতদূর এগোল এবং আগামী দিনে কীভাবে এগোন হবে, তার দলিল তৈরি করতেই দিল্লিতে বৈঠক বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

সারা ভারত বিজেপিকে সমর্থন করেছে

সারা ভারত বিজেপিকে সমর্থন করেছে

দিলীপ ঘোষ বলেন, ২ কোটি ৩০ লক্ষ লোক লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন। তাঁরা বিজেপির কঠিন অধ্যাবশায়ের জন্যই দিয়েছেন। তাঁরা তৃণমূলকে দেখে নয়, বিজেপিকে দেখেই ভোট দিয়েছেন। সারা ভারতের লোক বিজেপিকেই সমর্থন করেছে।

কেন ভোট দেবে বাংলার মানুষ

কেন ভোট দেবে বাংলার মানুষ

দিলীপ ঘোষ বলেন, আগামী দিনে বিজেপি নেতা কর্মীদের পরিশ্রম, লড়াই, বলিদান, দেখেই বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূল তাদের কাজ নিয়ে ব্যস্ত। তাদের হাজারো সমস্যা আছে। প্রশাসনে সমস্যা আছে, পার্টিতে সমস্যা আছে। তাদেরটা তারাই সমাধান করুক। বিজেপি সাধারণ মানুষের সমস্যা, বাংলার সমস্যা নিয়ে চিন্তিত। তার সমাধানে তারা চেষ্টা করবেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

জেপি নাড্ডার তলবে দিল্লিতে মুকুল, দিলীপরা

জেপি নাড্ডার তলবে দিল্লিতে মুকুল, দিলীপরা

দুদিনের সফরে ৪ নভেম্বর রাতে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। সফর কালে অমিত শাহ বলেছিলেন, মমতার সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির দাবি করেছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের দুই তৃতীয়াংশ আসনে বিজেপির জয় হবেই। যদিও অমিত শাহের সেই দাবিকে কটাক্ষ করেছিল তৃণমূল। অমিত শাহ দিল্লি ফিরে যান ৬ নভেম্বর। সেই সময়ই দিল্লি থেকে দিলীপ ঘোষ, মুকুল রায়দের বলা হয় ৯ নভেম্বর দিল্লি যেতে। সেই মতো বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এবং বিজেপির পশ্চিমবঙ্গের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন। দিল্লি পৌঁছে গিয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেননরা। সোমবার সকালে দিল্লি গেলেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে বিএল সন্তোষের।

 ২০০ আসন দখলের রূপরেখা অমিত শাহের হাতে

২০০ আসন দখলের রূপরেখা অমিত শাহের হাতে

অনেকেই বলছেন, রাজ্যে ২০০-র বেশি আসন দখল করে ক্ষমতায় আসার ব্লুপ্রিন্ট অমিত শাহের হাতে। কেননা তিনিই টার্গেট ধরিয়ে দিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্বের হাতে। ফলে এদিনের বৈঠকে কীভাবে সেই টার্গেটে পৌঁছনো যেতে পারে, তা নিয়ে আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে। অমিত শাহ বারবার দলের বৈঠকে বলেছেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের সমালোচনা করলেই হবে না, মানুষের কাছেও পৌঁছতে হবে। অন্যদিকে অমিত শাহের হাতে ব্লুপ্রিন্ট যাই থাক, তার রূপায়ন করবেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। ফলে তাঁদেরই দিল্লিতে ডেকে এবার বোঝানোর পালা।

চলবে লোকাল ট্রেন! কী ভাবে ভিড় নিয়ন্ত্রণ, রূপরেখা ঠিক করতে নবান্নে জরুরি বৈঠক ডিএম-এসপিদের চলবে লোকাল ট্রেন! কী ভাবে ভিড় নিয়ন্ত্রণ, রূপরেখা ঠিক করতে নবান্নে জরুরি বৈঠক ডিএম-এসপিদের

English summary
Dilip Ghosh describes cause of his Delhi visit on Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X