For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রীর অপসারণ দাবি দিলীপের, কমিশন থেকে সুপ্রিম কোর্টে লড়াই চলবে ভোটের পরও

তৃণমূল কংগ্রেসের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অপসারণ দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একজন মন্ত্রী হয়ে কী করে বিরোধী দলের একজন এজেন্টকে চড় মারতে পারেন, তার কৈফিয়ৎ চাইছেন তিনি।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অপসারণ দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, একজন মন্ত্রী হয়ে তিনি কী করে বিরোধী দলের একজন এজেন্টকে চড় মারতে পারেন। আমরা এই ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। বিজেপির পক্ষ থেকে তাঁর অপসারণ দাবি করছি আমরা।

মন্ত্রীর অপসারণ দাবি দিলীপের, কমিশন থেকে সুপ্রিম কোর্টে লড়াই চলবে ভোটের পরও

[</a><a class=আরও পড়ুন:বুথের বাইরে বিজেপি কর্মীকে সপাটে চড় রবীন্দ্রনাথ ঘোষের, দানা বাঁধল বিতর্ক ,দেখুন ভিডিও]" title="[আরও পড়ুন:বুথের বাইরে বিজেপি কর্মীকে সপাটে চড় রবীন্দ্রনাথ ঘোষের, দানা বাঁধল বিতর্ক ,দেখুন ভিডিও]" />[আরও পড়ুন:বুথের বাইরে বিজেপি কর্মীকে সপাটে চড় রবীন্দ্রনাথ ঘোষের, দানা বাঁধল বিতর্ক ,দেখুন ভিডিও]

এদিন কোচবিহারের একটি বুথে বিজেপির এজেন্টের বিরুদ্ধে ব্যালট বক্স মাটিতে আছাড় ফেলে দেওয়ার অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। তারপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রিসাইডিং অফিসারকে বলেন ওই এজেন্টকে বের করে দেওয়ার নির্দেশ দিতে। তারপর বুথের বাইরে কর্মীকে সপাটে চড় মারেন মন্ত্রী নিজে।

এই ঘটনার সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশন এই ঘটনাকে বিশেষভাবেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কেন একজন মন্ত্রী হয়ে এজেন্টের গায়ে হাত তুললেন রবীন্দ্রনাথ ঘোষ, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন কমিশন যেমন এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, তেমনই বিজেপিও এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে তদ্বির করছে।

এদিন দিলীপ ঘোষ বলেন, তাঁরা কমিশনের কাছে অভিযোগ করেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। তাঁর অপসারণ চেয়েছেন তিনি। এরপর বিজেপি আদালতের দ্বারস্থও হবে বলে জানান রাজ্য সভাপতি। এমনকী সুপ্রিম কোর্টেও অভিযোগ জানাবেন সন্ত্রাস কবলিত রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে। উল্লেখ্যে দীর্ঘদিনের আইনি লড়াই শেষে ভোটের অনুমতি দেয় আদালত। এই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তাই ভোটের পরও আইনি লড়াই যে জমজমাট হবে, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: মুখে কালো কাপড় বেঁধে ব্যালট বক্স 'ছিনতাই' দুষ্কৃতিদের! আতঙ্কে কাঁটা গীতলদহের ভোট কর্মীরা][আরও পড়ুন: মুখে কালো কাপড় বেঁধে ব্যালট বক্স 'ছিনতাই' দুষ্কৃতিদের! আতঙ্কে কাঁটা গীতলদহের ভোট কর্মীরা]

English summary
BJP state president Dilip Ghosh demands removal of TMC’s minister Rabindranath Ghosh. He slams to BJP agent outside of booth,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X