For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এ বিজেপি ২০০ আসন পাবে, দু’বছর আগেই টার্গেট খাঁড়া করে দিলেন দিলীপ

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে এই মুহূর্তে রাজ্যের দুই বড় শক্তি তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বসে নেই বর্তমানে প্রধান বিরোধী দল কংগ্রেসও। তবে কংগ্রেস ২০২১-কে সামনে রেখে অন্য চাল চেলে রাখল।

  • |
Google Oneindia Bengali News

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় ৪২ আসনের মধ্যে ১৮টি আসন দখল করেছে বিজেপি। তারপর থেকেই আত্মবিশ্বাসের চূড়ায় পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষরা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০ আসন পাবে বলে দাবি করলেন দিলীপ ঘোষ। তিনি সাফ জানালেন, ২৯৪টির মধ্যে ২০০টি আসন পাব আমরা।

২০০ আসনের দাবি

২০০ আসনের দাবি

বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র তিনটি আসন দখল করতে পেরেছিল সাকুল্যে। আর তৃণমূল পেয়েছিল ২১১টি আসন। এবার উল্টো ফল হবে বলে দাবি দিলীপ ঘোষের। তৃণমূল কংগ্রেস ২০১১ সালে নির্বাচনেও ২০০ আসনের চৌকাঠে পৌঁছেছিল। বিজেপি রাজ্যে পরিবর্তনের ধ্বজা তুলে ২০০ আসনের দাবি জানিয়ে রাখল এখন থেকেই।

১২৮ আসনে এগিয়ে বিজেপি

১২৮ আসনে এগিয়ে বিজেপি

২০১৯-এ লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ১২৮ বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। তবে আরও ৬০টির মতো আসনে বিজেপি তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এক হাজার ভোটের ব্যবধান দুই দলের। পরিস্থিতি বিচার করেই দিলীপ ঘোষের দাবি এবার ২০০ পেরিয়ে যাবেন তাঁরা। তৃণমূলের পরাজয় এবার নিশ্চিত।

তবে এখনও দু-বছর বাকি

তবে এখনও দু-বছর বাকি

দুর্গাপুরে আয়োজিত চিন্তন শিবিরে বিজেপি রাজ্য সভাপতি ২০০ আসনের দাবি করেন। সেইমতোই এগনোর পরিকল্পনা করে বিজেপি। এখনও দু-বছর বাকি ভোটের। এতদিন বিজেপির পক্ষে যে হাওয়া বইছে তা ধরে রাখতে হবে। এখনকার পরিস্থিতি দুবছর পরেও থাকবে, তা বলা যায় না। আবার রাজ্যের রাজনৈতক সমীকরণ কোনও পরিবর্তন আসে কি না, তাও দেখার।

English summary
BJP state president Dilip Ghosh demands BJP will get over 200 seats in West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X