For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ‘রিজেক্টেড’ প্রার্থীদের পাঠাচ্ছে রাজ্যসভায়, দিলীপের কটাক্ষে সরগরম রাজ্য-রাজনীতি

তৃণমূল রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পরই বিতর্ক তুঙ্গে উঠল। রাজ্যসভায়য় তৃণমূলের ঘোষিত প্রার্থীদের কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

তৃণমূল রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পরই বিতর্ক তুঙ্গে উঠল। রাজ্যসভায়য় তৃণমূলের ঘোষিত প্রার্থীদের কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রিজেক্ট ক্যান্ডিডেট করেছে তৃণমূল কংগ্রেস। য়ে চারজনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে তিনজনকে বিগত লোকসভা নির্বাচনে রিজেক্ট করে দিয়েছে জনগণ।

হেরো প্রার্থীদেরই রাজ্যসভায়

হেরো প্রার্থীদেরই রাজ্যসভায়

দিলীপ ঘোষ বলেন, এ থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কোথায় পৌঁছে গিয়েছে। তৃণমূল আর প্রার্থী খুঁজে পাচ্ছে না। হেরো প্রার্থীদেরই ফের রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। এরপর জনগণই সব বিচার করবেন।

জনগণের ভোটে রিজেক্টেড হয়ে

জনগণের ভোটে রিজেক্টেড হয়ে

দিলীপ ঘোষের কথায়, তৃণমূলের তিন প্রার্থী মৌসম বেনজির নূর, অর্পিতা ঘোষ ও দীনেশ ত্রিবেদী গত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হন। জনগণের ভোটে হারার পরও তাঁদের সংসদে পাঠানো হচ্ছে। অন্যজন সুব্রত বক্সি অবশ্য এবার লোকসভায় প্রার্থী হননি।

দিলীপকে জবাব সুজিত বসুর

দিলীপকে জবাব সুজিত বসুর

দিলীপ ঘোষের এই অভিযোগের জবাবে তৃণমূল নেতা সুজিত বসু বলেন, তৃণমূল কাকে প্রার্থী করবে, কাকে রাজ্যসভায় পাঠাবে, তা কি ঠিক করে দেবেন দিলীপ ঘোষ। আর যদি বলেন হেরো প্রার্থী, উনিও তো হেরো। লোকসভায় জেতার পর নিজের কেন্দ্রে উপনির্বাচনে হেরেছেন।

তৃণমূলের প্রার্থী ঘোষণা

তৃণমূলের প্রার্থী ঘোষণা

তিন প্রাক্তন সাসংদকে রাজ্য সভায় প্রার্থী করে তৃণমূল। রবিবার আন্তর্জতিক নারী দিবসের দিন এই প্রার্থী ঘোষণা করে বিশেষ বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় জানান চার প্রার্থীর নাম।

তৃণমূল ছেড়ে বিজেপিতে বাঁকুড়ার বুথ সভাপতি! দলবদল অব্যাহত জঙ্গলমহলের জেলাগুলিতেতৃণমূল ছেড়ে বিজেপিতে বাঁকুড়ার বুথ সভাপতি! দলবদল অব্যাহত জঙ্গলমহলের জেলাগুলিতে

English summary
Dilip Ghosh criticizes TMC for their Rajya Sabha candidate. TMC announces four candidates of Rajya Sabha Election in 2020,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X