For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার রাজত্বে দার্জিলিং পরিণত হয়েছে আফগানিস্তানে, তোপ দাগলেন দিলীপ

দার্জিলিংকে সুইজারল্যান্ড করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁর আমলে দেখা যাচ্ছে দার্জিলং সুইজারল্যান্ড হয়নি, পরিণত হয়েছে আফগানিস্তানে।

Google Oneindia Bengali News

তৃণমূলের রাজত্বে সুইজারল্যান্ড নয়, আফগানিস্তানে পরিণত হয়েছে আমাদের দার্জিলিং। শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপির জনজাগরণ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দার্জিলিং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি।

মমতার রাজত্বে দার্জিলিং পরিণত হয়েছে আফগানিস্তানে, তোপ দাগলেন দিলীপ

[আরও পড়ুন:ইতিহাস বিকৃতিতে মোদী সরকারকে তুলোধনা মমতার, প্রশ্নে বিজেপির দেশপ্রেম][আরও পড়ুন:ইতিহাস বিকৃতিতে মোদী সরকারকে তুলোধনা মমতার, প্রশ্নে বিজেপির দেশপ্রেম]

দিলীপবাবু বলেন, 'দার্জিলিংকে সুইজারল্যান্ড করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁর আমলে দেখা যাচ্ছে দার্জিলং সুইজারল্যান্ড হয়নি, পরিণত হয়েছে আফগানিস্তানে। এখানে এমনই পরিস্থিতির তৈরি হয়েছে যে রাজ্যের কোনও মন্ত্রীই আর যেতে পারেন না। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন পা রাখতে ভয় পান দার্জিলিং-এ।'

বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। নেই আইন-শৃঙ্খলা। দার্জিলিংয়েও সেই প্রভাব এসে পড়েছে। মুখ্যমন্ত্রীর তোষণের রাজনীতিও এ জন্য বিশেষভাবে দায়ী। এই তোষণের রাজনীতির জন্যই একজন পুলিশ অফিসারকেও বলি হতে হয়েছে দার্জিলিংয়ে। তারপর আর পাহাড় যেতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।'

দিলীপ ঘোষ বলেন, 'দার্জিলিংয়ে পর্যটন উৎসব চলছে। সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি পাহাড় সফর বাতিল করে দিলেন। এখনও তিনি যেতে সাহস করছেন না।' এদিন দিলীপ ঘোষ হুঁশিয়ারি দেন, এখন আর পাহাড়ে গেলে ফিরতে পারবেন না বলেই ভয়ে যাচ্ছেন না। দিদির দেখাদেখি অন্যান্য মন্ত্রীরাও গেলেন না। পর্যটন উৎসব বা তিস্তা রঙ্গিত উৎসবেও তাঁদের দেখা নেই।

এদিন দিলীপ ঘোষ অভিযোগ করেন, 'বাংলার সীমান্ত দিয়ে উগ্রপন্থীরা প্রবেশ করছে। তাদেরকেই ভোটের কাজে ব্যবহার করছে তৃণমূল। যার জেরে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকারও হরণ করে নেওয়া হয়েছে। মানুষ এতদিনে ভুল বুঝতে পেরেছেন। তাঁরা বুঝতে পেরেছেন বাংলার ভালো চায় কারা। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষই রাজ্যে পরিবর্তন আনবেন।'

এদিন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় ফের উসকানিমূলক কথাবার্তায় দর্শকের হাততালি কোড়ানোর চেষ্টা করেন। বলেন, 'রাজগঞ্জ পুরসভায় কী ভোট হয়েছে দেখেছে তা সবাই দেখেছে। এবার আর আমরা মুখ বুজে এসব সহ্য করব না। আমরা মারতে শুরু করলে হাড়গোড় সব ভেঙে দেব। কাউকে উঠে দাঁড়াতে দেব না।'

[আরও পড়ুন:ক্ষতিপূরণ ঘোষণায় ভাঙড়ের ক্ষতে প্রলেপ লাগানোর প্রয়াস মমতার, ধমক রেজ্জাক-আরাবুলদের ][আরও পড়ুন:ক্ষতিপূরণ ঘোষণায় ভাঙড়ের ক্ষতে প্রলেপ লাগানোর প্রয়াস মমতার, ধমক রেজ্জাক-আরাবুলদের ]

English summary
Dilip Ghosh criticizes Mamata Banerjee and says Darjreeling is now Afganistan of West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X